এসএসসিতে সব ক্ষেত্রেই এগিয়ে মেয়েরা

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে শিক্ষার্থীদের উচ্ছ্বাস। আনন্দঘন এই মুহূর্ত ধরে রাখতে সেলফি তোলা হচ্ছে। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ২৮ জুলাই।
ছবি: দীপু মালাকার

চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণের দিক দিয়ে এগিয়ে ছিল ছাত্রীরা। এবার ফলাফল প্রকাশের পর দেখা যাচ্ছে, পাসের হার এবং ফলাফলের সর্বোচ্চ সূচক জিপিএ-৫ পাওয়ার দিক দিয়েও ছাত্রদের পেছনে ফেলে এগিয়ে গেল মেয়েরা।

আজ শুক্রবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

আরও পড়ুন

তার আগে সকাল সাড়ে ১০টায় শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফলাফল প্রকাশ করা হয়। আর সকাল সাড়ে ৯টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন।

আরও পড়ুন
এসএসসি ও সমমানের পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ২৮ জুলাই
ছবি: দীপু মালাকার

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের তথ্য বলছে, এবারের পরীক্ষায় মোট ২০ লাখ ৪১ হাজার ৪৫০ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ছাত্রী ছিল ১০ লাখ ৩১ হাজার ৬৪৭ জন এবং ছাত্র ১০ লাখ ৯ হাজার ৮০৩ জন। মোট পাস করেছে ১৬ লাখ ৪১ হাজার ১৪০ জন। এর মধ্যে ছাত্রী ৮ লাখ ৪৪ হাজার ৭৩৬ এবং ছাত্র ৭ লাখ ৯৬ হাজার ৪০৪ জন। অর্থাৎ, ৪৮ হাজার ৩৩২ জন ছাত্রী বেশি।

১ / ১
প্রত্যাশিত ফলাফল পেয়ে আনন্দে এক শিক্ষার্থী অভিভাবককে জড়িয়ে ধরেছে। বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ছবি : প্রথম আলো
১ / ১
এসএসসির ফল পাওয়ার পর যশোর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের উল্লাসছবি: মনিরুল ইসলাম
১ / ১
এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল মুঠোফোনে দেখছেন শিক্ষার্থী ও অভিভাবক। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ২৮ জুলাইছবি: দীপু মালাকার
১ / ১
রাজউক উত্তরা মডেল কলেজের শিক্ষার্থীরা এসএসসির ফল মুঠোফোনে দেখছেছবি: খালেদ সরকার
১ / ১
এসএসসির ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীদের আনন্দছবি: খালেদ সরকার
আরও পড়ুন

এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৮০ দশমিক ৩৯। এর মধ্যে ছাত্রীদের পাসের হার ৮১ দশমিক ৮৮। আর ছাত্রদের পাসের হার ৭৮ হাজার ৮৭।

এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন। এর মধ্যে ছাত্রীর সংখ্যা ৯৮ হাজার ৬১৪, আর জিপিএ-৫ পাওয়া ছাত্রের সংখ্যা ৮৪ হাজার ৯৬৪। অর্থাৎ, ছাত্রদের চেয়ে ১৩ হাজার ৬৫০ জন বেশি ছাত্রী জিপিএ-৫ পেয়েছে।