এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু আজ, সর্বোচ্চ ফি ২১৪০ টাকা
২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হয়েছে আজ সোমবার থেকে (৩০ অক্টোবর)। বিলম্ব ফি ছাড়া ফরম পূরণ করা যাবে আগামী ৭ নভেম্বর পর্যন্ত। তবে বিলম্ব ফিসহ এর পরও কয়েক দিন ফরম পূরণের সুযোগ রাখা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে তাদের বোর্ডের অধীন বিদ্যালয়গুলোর জন্য ফরম পূরণের সময় ও নির্ধারিত নিয়ম জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের (নিয়মিত) জন্য ফরম পূরণের ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ১৪০ টাকা আর ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের পরীক্ষার্থীদের (নিয়মিত) জন্য ২ হাজার ২০ টাকা।
সম্ভাব্য সময় অনুযায়ী আগামী বছরের (২০২৪ সাল) এসএসসি পরীক্ষা হবে আগামী ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে এবং এইচএসসি পরীক্ষা হবে জুনের দ্বিতীয় সপ্তাহে। এইচএসসি পরীক্ষা হবে ২০২৩ সালের পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী। তবে এসএসসি পরীক্ষা হবে পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী।
২০২০ সালের মার্চে করোনা সংক্রমণ পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘ সময় বন্ধ থাকার কারণে পরীক্ষার সময়সূচি ওলট-পালট হয়ে যায়। কখনো কখনো পরীক্ষা হয়েছে দেরি করে। আবার কখনো কখনো পরীক্ষা ছাড়াই ভিন্ন মূল্যায়নে ফলাফল প্রকাশ করা হয়েছে। আগামী বছর থেকে এসএসসি পরীক্ষা স্বাভাবিক সময়ে ফিরছে। তবে এইচএসসি পরীক্ষা হবে আগামী বছরেও স্বাভাবিক সময়ের চেয়ে কিছুটা দেরিতে। সাধারণত স্বাভাবিক সময়ে ফেব্রুয়ারির শুরুতে এসএসসি ও এপ্রিলের শুরুতে এইচএসসি পরীক্ষা শুরু হতো।