ঢাকা কলেজে ৫ জন ছাড়া সবাই পাস, জিপিএ-৫ বেড়েছে ১৫৪
চলতি বছরের উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষায় রাজধানীর ঢাকা কলেজ থেকে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের পাঁচজন ছাড়া সবাই উত্তীর্ণ হয়েছেন। এ কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ হাজার ৫৩ জন। পাস করেছেন ১ হাজার ৪৮ জন৷ পাসের হার ৯৯ দশমিক ৮১ শতাংশ৷ জিপিএ-৫ পেয়েছেন ৯৬৬ জন, যা গতবারের ১৫৪টি বেশি৷ ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানে এবার পাসের হারও গতবারের চেয়ে বেশি।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও ওয়েবসাইটে একযোগে এইচএসসির ফলাফল প্রকাশ করা হয়। ঢাকা কলেজের কার্যালয় থেকে সংগৃহীত ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে, এবার এই কলেজে এইচএসসিতে পাসের হার ৯৯ দশমিক ৮১ শতাংশ, গতবার এই হার ছিল ৯৯ দশমিক ৫৪ শতাংশ৷ এর আগের বছর ছিল ৯৯ দশমিক ৮৩ শতাংশ৷
গত বছর ঢাকা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া ১ হাজার ৯২ পরীক্ষার্থীর মধ্যে ৫ জন ছাড়া সবাই পাস করেছিলেন৷ এবার ১ হাজার ৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ জন অকৃতকার্য হয়েছেন৷ তাঁদের মধ্যে তিনজন পরীক্ষায় অনুপস্থিত ছিলেন, বাকি দুজন পরীক্ষা দিয়ে অকৃতকার্য হন৷
এবার ঢাকা কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছেন ৯৬৬ জন৷ গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন ৮১২ জন শিক্ষার্থী৷ তার আগের বছর জিপিএ-৫ পেয়েছিলেন ১ হাজার ৮১ জন।
এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর ফল নিয়ে আজ ঢাকা কলেজেশিক্ষার্থীদের কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি৷ আজ বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা কলেজের ক্যাম্পাস মোটামুটি ফাঁকাই ছিল৷
ঢাকা কলেজের কার্যালয়ের অফিস সহকারী মোহাম্মদ সোহরাব প্রথম আলোকে বলেন, এখন পর্যন্ত একজন শিক্ষার্থীও তাঁদের কাছে ফল জানতে আসেননি৷
ফলাফল বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ এ কে এম ইলিয়াস প্রথম আলোকে বলেন, ফলাফল গত বছরের চেয়ে এবার ভালো হয়েছে। তবে আমরা আরও ভালো ফলাফল আশা করি। আর এই ফলাফল হচ্ছে শিক্ষার একটি ধাপ। আমাদের শিক্ষার্থীরা যেন পরবর্তী সব ধাপে ভালো করে মানবিক গুণাবলি সম্পন্ন মানুষ হতে পারে, আমরা এটাই চাই।