জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ল

জাতীয় বিশ্ববিদ্যালয়ছবি : সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় আবেদন ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। ফরম পূরণ, ডেটা এন্ট্রি নিশ্চয়ন ও সোনালী সেবার মাধ্যমে টাকার জমার শেষ দিন ছিল ২২ সেপ্টেম্বর। নির্ধারিত এ সময়ে যাঁরা ফরম পূরণ করতে পারেননি, তাঁদের জন্য কলেজের অধ্যক্ষের সুপারিশের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক ৫ হাজার টাকা বিলম্ব ফিসহ নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার শিক্ষার্থীদের আবেদন ফরম পূরণ, ডেটা এন্ট্রি নিশ্চয়ন ও সোনালী সেবার মাধ্যমে টাকা জমার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। শিক্ষার্থীদের আবেদন ফরম পূরণ, ডেটা এন্ট্রি নিশ্চয়ন ৬ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত চলবে। সোনালী সেবার মাধ্যমে টাকা জমার শেষ দিন ২০ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত।

আরও পড়ুন
আরও পড়ুন