জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক চতুর্থ বর্ষের পরীক্ষার সমন্বিত ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ছবি : সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক চতুর্থ বর্ষের পরীক্ষার সমন্বিত ফল প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২২ সালের স্নাতক চতুর্থ বর্ষ পরীক্ষার ফল ১৭ নভেম্বর প্রকাশিত হয়। যেসব পরীক্ষার্থী স্নাতক প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ ও চতুর্থ বর্ষের সব বিষয়ে সব কোর্সে উত্তীর্ণ হয়েছেন, শুধু সেসব পরীক্ষার্থীর চার বছরের সমন্বিত ফল আজ মঙ্গলবার দুপুর ১২টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (results.nu.ac.bd অথবা www.nubd.info/results) পাওয়া যাবে।

আরও পড়ুন

প্রকাশিত ফলে কোন গড়মিল দেখা দিলে সংশোধনের জন্য আগামী এক মাসের মধ্যে পরীক্ষার্থী সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় তথ্যসহ লিখিতভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) বরাবর আবেদন করতে পারবেন।

আরও পড়ুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাসংক্রান্ত অথবা যেকোনো তথ্যের জন্য এই ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি ছাড়া অন্য কোনো সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুসরণ না করার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন