বাংলা দ্বিতীয় পত্রে অনুপস্থিত ৬৫৯৯ শিক্ষার্থী, সর্বোচ্চ ঢাকা বোর্ডে ১৭০৫

প্রথম আলো ফাইল ছবি

এইচএসসি ও সমমানের পরীক্ষায় আজ রোববার ছিল বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা। এ পরীক্ষায় অংশগ্রহণ করেননি ৬ হাজার ৫৯৯ পরীক্ষার্থী। সবচেয়ে বেশি অনুপস্থিত ঢাকা শিক্ষা বোর্ডে। অনুপস্থিত ছিলেন এ বোর্ডের ১ হাজার ৭০৫ জন

চট্টগ্রাম এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড বাদে বাকি আটটি শিক্ষা বোর্ডের অধীন এ পরীক্ষা চলছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রামসহ তিনটি শিক্ষা বোর্ডের পরীক্ষা পিছিয়ে ২৭ আগস্ট শুরুর সিদ্ধান্ত হয়েছে।

আরও পড়ুন

আজ রোববার আট শিক্ষা বোর্ডের অধীন মোট পরীক্ষার্থী ছিলেন ৯ লাখ ৪৬ হাজার ৮৪৫ জন। তাঁদের মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ৯ লাখ ৪০ হাজার ২৪৬ জন। অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডে ১ হাজার ৭০৫ জন, রাজশাহীতে ১ হাজার ৪৪, কুমিল্লায় ১ হাজার ৩৭, যশোরে ৬৯৩, সিলেটে ৪৫৫, বরিশালে ৪১৫, দিনাজপুরে ৮৪৬ ও ময়মনসিংহে ৪০৪ জন।

চলতি বছরে সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষার্থীরা অংশ নিচ্ছেন। তবে আইসিটিতে ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরের পরীক্ষা দেবেন শিক্ষার্থীরা।