পাসে সারা দেশে সেরা বরিশাল

এসএসসি পরীক্ষায় পাসের হারে সারা দেশে এগিয়ে আছেন বরিশাল শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা
ছবি: ইউএনবি

২০২৩ সালের উচ্চমাধ্যমিক ও সমমান পরীক্ষার ফলাফলে পাসের হার ৭৮ দশমিক ৬৪। এ ছাড়া সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের গড় পাসের হার ৭৫ দশমিক ৯০। সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের মধ্যে পাসের হারে সবচেয়ে এগিয়ে বরিশাল শিক্ষা বোর্ড। এ বোর্ডের শতকরা ৮০ দশমিক ৬৫ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

আজ রোববার (২৬ নভেম্বর) বেলা ১১টায় ওয়েবসাইট ও শিক্ষাপ্রতিষ্ঠানে ফল প্রকাশ করা হয়। পরে বেলা দুইটার পর রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।

এদিকে বরিশালের পরেই পাসের হারে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এই বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ৪৪। এরপরে রাজশাহী বোর্ডে ৭৮ দশমিক ৪৬ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৭৫ দশমিক ৩৯ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৭৪ দশমিক ৪৮ শতাংশ, চট্টগ্রামে ৭৪ দশমিক ৪৫ শতাংশ। এ ছাড়া সিলেট বোর্ডে ৭১ দশমিক ৬২ শতাংশ, ময়মনসিংহ বোর্ডে ৭০ দশমিক ৪৪ শতাংশ ও যশোর শিক্ষা বোর্ডে ৬৯ দশমিক ৮৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।

নয়টি সাধারণ শিক্ষা বোর্ড ছাড়া কারিগরি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৯১ দশমিক ২৫ ও মাদ্রাসা বোর্ডে পাসের হার ৯০ দশমিক ৭৫।