জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, দেখুন

প্রথম আলো ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষের (সম্মান) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। গতকাল শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। শিফট ভিত্তিক মেধা তালিকা ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফল থেকে শিফট ভিত্তিক মেধাক্রম অনুসারে ভর্তি ও মাইগ্রেশন প্রক্রিয়া পরিচালিত হবে।

আরও পড়ুন

এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘ডি’ ইউনিটভুক্ত জীববিজ্ঞান অনুষদ ও ই ইউনিটভূক্ত বিজনেস স্টাডিজ অনুষদের ফলাফল প্রকাশ করা হয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়। পরীক্ষা চলবে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

*‘এ’ ইউনিটের ফলাফল দেখুন এখানে