এসএসসি ২০২৫-এর একটি পরীক্ষা পেছাল, নতুন রুটিনে কোন পরীক্ষা কবে

আগামী ১০ এপ্রিল এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবেছবি: দীপু মালাকার

২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের গণিত পরীক্ষা পেছানো হয়েছে। এ পরীক্ষা আগামী ২১ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ জন্য নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। বুধবার (১৯ মার্চ) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড নতুন এই রুটিন প্রকাশ করেছে। এই পরীক্ষা ২০ এপ্রিল ইস্টার সানডের ছুটির দিনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নানা আলোচনার পর গণিতের পরীক্ষা পিছিয়ে নতুন রুটিন প্রকাশ করা হয়েছে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন সংশোধিত রুটিন অনুযায়ী ২০২৫ সালের এসএসসির তত্ত্বীয় পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১০ এপ্রিল থেকে। পরীক্ষা চলবে ১৩ মে পর্যন্ত। এবারও বাংলা প্রথমপত্রের পরীক্ষা দিয়ে শুরু হবে এসএসসি পরীক্ষা। পরীক্ষা শেষ হবে বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্রের ও সহজ বাংলা দ্বিতীয় পত্র দিয়ে। নির্দিষ্ট দিনগুলোতে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ থেকে ২২ মে পর্যন্ত।

ProthomAlo-Education-SSC 2025 New Routine.pdf.pdf
আরও পড়ুন

লিখিত পরীক্ষা ৮ মে শেষ হওয়ার কথা থাকলেও পরে আবার সময়সূচি সংশোধন করা হয়েছে। ১৩ এপ্রিল বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল। কিন্তু বৈসাবি উৎবের কারণে এই পরীক্ষা ১৩ মে অনুষ্ঠিত হবে জানিয়ে সময়সূচি প্রকাশ করা হয়েছিল। এরপর ২০ এপ্রিলের গণিত পরীক্ষা নিয়ে আলোচনার পরে আবার পরিবর্তন আনা হয়েছে সময়সূচিতে।

২০২৫ সালের এসএসসির কোন পরীক্ষা কোনো দিন—

  • ১০ এপ্রিল: বাংলা প্রথম পত্র/সহজ বাংলা প্রথম পত্র

  • ১৫ এপ্রিল: ইংরেজি প্রথম পত্র

  • ১৭ এপ্রিল: ইংরেজি দ্বিতীয় পত্র

  • ২১ এপ্রিল: গণিত

  • ২২ এপ্রিল: ধর্ম (ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা, হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা, খ্রিষ্টধর্ম ও নৈতিক শিক্ষা)

আরও পড়ুন
পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র, ময়মনসিংহ।
ফাইল ছবি প্রথম আলো
  • ২৩ এপ্রিল: তথ্য ও যোগাযোগপ্রযুক্তি

  • ২৪ এপ্রিল: গার্হস্থ্যবিজ্ঞান/ কৃষিশিক্ষা/ সংগীত/ আরবি/ সংস্কৃত/ পালি/ শারীরিক শিক্ষা ও ক্রীড়া/ চারু ও কারুকলা

  • ২৭ এপ্রিল: পদার্থবিজ্ঞান/ বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা/ ফিন্যান্স ও ব্যাংকিং

  • ২৯ এপ্রিল: রসায়ন (তত্ত্বীয়)/পৌরনীতি ও নাগরিকতা/ ব্যবসায় উদ্যোগ

  • ৩০ এপ্রিল: ভূগোল ও পরিবেশ

  • ৪ মে: বিজ্ঞান/উচ্চতর গণিত (তত্ত্বীয়)

  • ৬ মে: জীববিজ্ঞান/অর্থনীতি

  • ৭ মে: হিসাববিজ্ঞান

  • ৮ মে: বাংলাদেশ ও বিশ্বপরিচয়

  • ১৩ মে: বাংলা প্রথম ২য় পত্র/ সহজ বাংলা–২য় পত্র

  • **২০২৫ সালের এসএসসি পরীক্ষার সংশোধিত রুটিন দেখুন এখানে

আরও পড়ুন
আরও পড়ুন