ময়মনসিংহে আইসিটি ও ইংরেজিতে অকৃতকার্যের কারণে কমেছে পাসের হার
ময়মনসিংহে এবারের এইচএসসি পরীক্ষায় ৬৩ দশমিক ২২ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৮২৬ জন।
আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বোর্ড চেয়ারম্যান অধ্যাপক মো. আবু তাহের এক সংবাদ সম্মেলনে ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, এবার ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ৭৭ হাজার ৬২১ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ৪৯ হাজার ৬৯ জন। অকৃতকার্য হয়েছেন ২৮ হাজার ৫৫২ জন। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও এগিয়ে রয়েছেন মেয়েরা। ছেলেরা জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ১০৯ জন এবং মেয়েরা পেয়েছেন ২ হাজার ৭১৭ জন।
গত বছর এই বোর্ডে পাসের হার ছিল ৭০ দশমিক ৪৪ শতাংশ। এবার পাসের হার কমেছে ৭ দশমিক ২২ শতাংশ। এবার আইসিটি ও ইংরেজিতে অকৃতকার্যের সংখ্যা বেড়ে যাওয়ায় পাসের হার কমেছে বলে জানান বোর্ড চেয়ারম্যান অধ্যাপক মো. আবু তাহের। তিনি বলেন, ‘এ ব্যাপারে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানদের সঙ্গে আমরা মতবিনিময় করব। যাতে ভালো করে পাঠদান করে পাসের হার বাড়ানো যায়। এ বিষয়ে শিক্ষকদের উচ্চতর প্রশিক্ষণ দিয়ে আরও দক্ষ করে তুলতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সুপারিশ করা হবে।’ ব্যক্তিগতভাবে বোর্ডের পক্ষ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে এ নিয়ে আলোচনায় বসবেন বলেও জানান তিনি।
এ ছাড়া ময়মনসিংহ বিভাগের ৪ জেলার মোট ২৯৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ৫টি প্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী কৃতকার্য হয়েছেন এবং ৪টি প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।