নওগাঁয় ৫৯ ভুয়া পরীক্ষার্থী, তিন সদস্যের তদন্ত কমিটি মাদ্রাসা বোর্ডের
নওগাঁর সাপাহার উপজেলার সরফতুল্লাহ ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৫৯ জন ভুয়া পরীক্ষার্থীর আরবি দ্বিতীয় পত্র পরীক্ষায় বসার ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। তিন সদস্যের কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বোর্ডের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) অধ্যাপক মো. সিদ্দিকুর রহমান।
গতকাল মঙ্গলবার ওই কেন্দ্রে ভুয়া পরীক্ষার্থী শনাক্ত হওয়ার পর তদন্ত কমিটি গঠন করে মাদ্রাসা শিক্ষা বোর্ড। তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রকাশনা নিয়ন্ত্রক অধ্যাপক রিয়াদ চৌধুরীকে। কমিটির দুই সদস্য হলেন—উপপরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আবদুস সালাম ও উপমাদ্রাসা পরিদর্শক মো. আকরাম হোসেন।
ভুয়া পরীক্ষার্থী দিয়ে পরীক্ষা দেওয়া মাদ্রাসাগুলো হলো—পলাশডাঙা দাখিল মাদ্রাসা (৮ জন), সিমুলডাঙা দাখিল মাদ্রাসা (১১ জন), দেওপাড়া দাখিল মাদ্রাসা (৩ জন), আলাদিপুর দাখিল মাদ্রাসা (১ জন), তুলসিপাড়া দাখিল মাদ্রাসা (১৪ জন), বলদিয়াঘাট দাখিল মাদ্রাসা (২ জন), আন্ধারদীঘি দাখিল মাদ্রাসা (১৭ জন) ও মানিকুড়া দাখিল মাদ্রাসা (৩ জন)।
গতকাল নওগাঁয় সরফতুল্লাহ ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৫৯ জন ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়। সাপাহার উপজেলার ওই পরীক্ষাকেন্দ্র থেকে চলমান এসএসসি ও সমমান পরীক্ষায় ৫৯ জন ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। আটক পরীক্ষার্থীদের প্রবেশপত্র জমা নিয়ে ভুয়া পরীক্ষার্থী হিসেবে অংশ নেওয়ার অভিযোগ এনে বহিষ্কার করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে সাপাহার উপজেলা সদরের সরফতুল্লাহ ফাজিল মাদ্রাসা কেন্দ্রে অভিযান চালিয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ৫৯ জন ভুয়া পরীক্ষার্থীকে আটক করে উপজেলা প্রশাসন।