বিএড পরীক্ষার ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

২০২২ শিক্ষাবর্ষের বিএড প্রথম সেমিস্টারের ফরম পূরণের সময়সীমা বৃদ্ধি করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। গতকাল রোববার (১ এপ্রিল) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২২ সালের বিএড প্রথম সেমিস্টার (১ বছর মেয়াদি) পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হলো। নির্ধারিত তারিখের পর ডাটা এন্ট্রি ও নিশ্চয়ন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। তাই পরীক্ষার্থী ও কলেজকে ফরম পূরণ সম্পর্কিত সব কাজ যথাসময়ে সম্পন্ন করতে হবে।

অনলাইনে ফরম পূরণের আবেদন (শিক্ষার্থী কর্তৃক) ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিলের মধ্য শেষ করতে হবে।

আর শিক্ষার্থীর ডাটা নিশ্চয়ন (কলেজ কর্তৃক) ১২ এপ্রিলের মধ্য শেষ করতে হবে।

সোনালী সেবার মাধ্যমে টাকা জমা (কলেজ কর্তৃক) ১৬ এপ্রিল শেষ করতে হবে।