রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফাইনাল প্রফের ফলাফল প্রকাশ, পাসের হার ৭২.৭০
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে পাসের হার ৭২ দশমিক ৭০ শতাংশ। আজ বুধবার রামেবির পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রামেবি অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর নভেম্বর-২০২৩–এর ফাইনাল প্রফেশনাল পরীক্ষার ফলাফল প্রকাশ করা হলো। ফলাফল সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে প্রকাশিত হয়েছে। কোনো অসংগতি দেখা দিলে ফলাফল সংশোধন বা বাতিল করার অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
এবার রামেবির ফাইনাল পরীক্ষায় ২ হাজার ৩১১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন, এর মধ্যে পাস করেছেন ১ হাজার ৬৮০ জন। এতে পাসের হার ৭২ দশমিক ৭০ শতাংশ। অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ৪৫১। এর মধ্যে ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় কোনো শিক্ষার্থী অনার্স কিংবা প্লেস অর্জন করতে পারেননি।