এগিয়ে যশোর বোর্ড, পিছিয়ে সিলেট

এসএসসির ফল পেয়ে উচ্ছ্বিসত শিক্ষার্থীরা।
ছবি: প্রথম আলো

৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় এবার পাসের হারের দিক দিয়ে সবচেয়ে এগিয়ে আছে যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এই বোর্ডে গড় পাসের হার ৯৫ দশমিক ১৭ শতাংশ, যা ৯টি বোর্ডের গড় পাসের হারের চেয়ে ৭ শতাংশের বেশি। আর পাসের হারের দিক দিয়ে সবচেয়ে পিছিয়ে আছে সিলেট শিক্ষা বোর্ড। এই বোর্ডে গড় পাসের হার ৭৮ দশমিক ৯০ শতাংশ, যা ৯টি বোর্ডের গড় পাসের হারের চেয়ে ৯ শতাংশেরও বেশি কম।

এবার সিলেটসহ কয়েকটি এলাকায় ভয়াবহ বন্যার কারণে এসএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছিল।

এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন গড় পাসের হার ৮৮ দশমিক ১০ শতাংশ। শুধু এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৩৩ হাজার ৭৬৩ জন।

ফল দেখছে যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা।
ছবি: প্রথম আলো

আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত এসব তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

এবার ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ৯০ দশমিক শূন্য ৩ শতাংশ, রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৮৫ দশমিক ৮৮ শতাংশ, কুমিল্লায় পাসের হার ৯১ দশমিক ২৮ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৮৭ দশমিক ৫৩ শতাংশ, বরিশাল বোর্ডে ৮৯ দশমিক ৬১ শতাংশ, ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাসের হার ৮৯ দশমিক শূন্য ২ শতাংশ। এ ছাড়া দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার ৮১ দশমিক ১৬ শতাংশ।

পাসের হারের দিক দিয়ে সবচেয়ে পিছিয়ে আছে সিলেট শিক্ষা বোর্ড।
ছবি: প্রথম আলো

এবার প্রশ্ন ফাঁসের কারণে দিনাজপুর শিক্ষা বোর্ডের চারটি বিষয়ের এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছিল। কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় প্রশ্ন ফাঁসের ঘটনা ধরা পড়ার পর চারটি পরীক্ষা স্থগিত করা হয়েছিল এবং দুটি বিষয়ের পরীক্ষার তারিখ ঠিক রেখে নতুন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়েছিল।