চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আজ, যেভাবে চলবে শাটল ট্রেন, মানতে হবে ৮ নির্দেশনা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা আজ শনিবার থেকে শুরু হচ্ছে। এ উপলক্ষে শাটল ট্রেনের চলাচলের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নতুন সময়সূচি জানিয়েছে।
পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীদের চট্টগ্রাম নগর থেকে বিশ্ববিদ্যালয়ে যাতায়াতের অন্যতম বাহন শাটল ট্রেন। তাই পরীক্ষার্থীদের কথা বিবেচনায় এই সময়ে ট্রেন চলাচলের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
ভর্তি পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে জানাতে গত বুধবার বিকেলে সংবাদ সম্মেলন করেন প্রক্টর নূরুল আজিম সিকদার। সেখানে তিনি শাটল ট্রেন চলাচলের নতুন সময়সূচি জানান।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী আগামী ২, ৮, ৯ ও ১৬ মার্চ—এ চার দিন নতুন সময়সূচিতে শাটল ট্রেন চলবে। অন্য দিনগুলোতে ট্রেন চলবে আগের সময়সূচিতে।
বিশ্ববিদ্যালয়টির মোট ৫৭টি বিভাগ ও ৯টি অনুষদ ও ২টি ইনস্টিটিউটে ৪ হাজার ৯২৬টি আসন রয়েছে। এর মধ্যে সাধারণ আসন ৪ হাজার ১৮৯টি আর কোটার অধীনে আসন ৭৩৭টি।
সব ইউনিটের ভর্তি পরীক্ষা এক ঘণ্টার। পরীক্ষা শুরু হবে বেলা ১১টায়। পরীক্ষা শুরুর আগে শিক্ষার্থীদের ১০টা ১৫ মিনিটের মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে।
যে সূচিতে চলবে শাটল
নতুন সময়সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষার চার দিন ট্রেন চট্টগ্রাম নগরের বটতলী থেকে সকাল ৬টা, সাড়ে ৬টা, ৮টা ১৫ মিনিট, ৮টা ৪০ মিনিট, বেলা ২টা ৫০ মিনিট, বেলা ৩টা ৫০ মিনিট ও রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে ছেড়ে আসবে। আর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সকাল ৭টা ৫ মিনিট, ৭টা ৩৫ মিনিট, বেলা ১টা, দেড়টা, বিকেল ৪টা, সাড়ে ৫টা ও রাত সাড়ে ৯টায় নগরের বটতলীর উদ্দেশে ট্রেন ছেড়ে যাবে।
মানতে হবে আট নির্দেশনা
১.
প্রত্যেক পরীক্ষার্থীকে অবশ্যই দুই কপি প্রবেশপত্র নিয়ে আসতে হবে।
২.
প্রতিটি প্রবেশপত্রে পাসপোর্ট সাইজের ছবি আঠা অথবা পিন দিয়ে লাগিয়ে নিতে হবে। পাশাপাশি উচ্চমাধ্যমিক অথবা সমমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে নিয়ে আসতে হবে।
৩.
পরীক্ষার্থীরা কেন্দ্রে এফএক্স-১০০ বা এর নিচে সাধারণ মানের (মেমোরি অপশন ব্যতীত) ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। পরীক্ষাকেন্দ্রে মুঠোফোন, মেমোরি কার্ডওয়ালা ক্যালকুলেটর ও ইলেকট্রনিক ঘড়ি সঙ্গে রাখা যাবে না।
৪.
সব পরীক্ষার্থী ও অভিভাবককে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
৫.
ভিড় এড়ানো ও শৃঙ্খলা রক্ষার স্বার্থে পরীক্ষার্থীদের সঙ্গে একের অধিক অভিভাবক আসা যাবে না।
৬.
ভর্তি পরীক্ষা সম্পর্কে কোনো অনিয়ম কারও দৃষ্টিগোচর হলে তিনি পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের ন্যূনতম এক ঘণ্টা আগে প্রমাণাদিসহ সংশ্লিষ্ট ইউনিটের কো-অর্ডিনেটরের কাছে লিখিত অভিযোগ করতে পারবেন। এ সময়ের পরে পরীক্ষা বা প্রশ্নপত্রসংক্রান্ত কোনো অভিযোগ গ্রহণ করবে না প্রশাসন।
৭.
ভর্তি পরীক্ষায় কারও বিরুদ্ধে অনিয়ম পরিলক্ষিত হলে তাৎক্ষণিকভাবে কর্তব্যরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
৮.
নিরাপত্তার স্বার্থে পরীক্ষার্থীর সঙ্গে আসা অভিভাবককে জাতীয় পরিচয়পত্র অথবা নিজস্ব পরিচয়পত্র (যদি থাকে) সার্বক্ষণিক সঙ্গে রাখতে হবে।
কোন ইউনিটে পরীক্ষার্থী কত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ বছরও চারটি ইউনিট ও দুটি উপ–ইউনিটে ভর্তি পরীক্ষা হবে। তবে চারটি ইউনিটের ভর্তি পরীক্ষা এবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়েও নেওয়া হবে। তবে দুটি উপ–ইউনিটের পরীক্ষা হবে শুধু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবার প্রথম বর্ষ স্নাতকের মোট আসনসংখ্যা ৪ হাজার ৯২৬টি। এর মধ্যে সাধারণ আসন ৪ হাজার ১৮৯টি। বাকি ৭৩৭টি আসন কোটায় বরাদ্দ থাকবে। এ বছর মোট আবেদন করেছেন ২ লাখ ৪৩ হাজার ৫৫৫ জন।
সব ইউনিটের ভর্তি পরীক্ষা এক ঘণ্টার। পরীক্ষা শুরু হবে বেলা ১১টায়। পরীক্ষা শুরুর আগে শিক্ষার্থীদের ১০টা ১৫ মিনিটের মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে।
আগামী শনিবার (২ মার্চ) হবে ‘এ’ ইউনিটের পরীক্ষা। এদিন পরীক্ষায় বসবেন মোট ৯৯ হাজার ৫২১ জন শিক্ষার্থী। এর মধ্যে ঢাকায় ৪৪ হাজার ৭৯৯ জন, রাজশাহীতে ১৭ হাজার ৭৯২ জন ও চট্টগ্রামে ১৩ হাজার ২২ জন পরীক্ষা দেবেন।
৩ মার্চ ‘বি-১’ উপ ইউনিটের পরীক্ষা হবে। এই ইউনিটে মোট আবেদন করেছেন ১ হাজার ৬৬৯ জন। ৪ মার্চ ‘ডি-১’ উপ–ইউনিটের পরীক্ষা হবে। এই ইউনিটে মোট পরীক্ষার্থী ১ হাজার ৯৯৪ জন।
৮ মার্চ ‘বি’ ইউনিটের পরীক্ষায় বসবেন ৬৫ হাজার ২৬৭ জন। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১৭ হাজার ৭৫৯, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ২৭ হাজার ৯২৬ ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১৯ হাজার ৫৮২ জন পরীক্ষা দেবেন।
এরপর ৯ মার্চ হবে ‘সি’ ইউনিটের পরীক্ষা। এই ইউনিটে আবেদন করেছেন ১৭ হাজার ৩০০ জন। তাঁদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ হাজার ৪৪ জন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২ হাজার ২ জন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৯ হাজার ২৫৪ জন শিক্ষার্থী পরীক্ষা দেবেন।
১৬ মার্চ ‘ডি’ ইউনিটের মধ্যে দিয়ে এবারের ভর্তি পরীক্ষা শেষ হবে। এই ইউনিটে মোট আবেদন করেছেন ৫৭ হাজার ৮০৪ জন। তাঁদের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ২২ হাজার ১২১ জন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ২৪ হাজার ১৩৩ জন ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১১ হাজার ৫৫০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন।
প্রক্টর নূরুল আজিম সিকদার বলেন, পরীক্ষায় প্রক্সি (একজনের পক্ষে অন্য কেউ) দিতে আসা কাউকে পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে দণ্ডিত করা হবে।