এইচএসসি ভোকেশনালের ফরম পূরণের সময় বৃদ্ধি

ছবি: কারিগরি শিক্ষা বোর্ড থেকে নেওয়া

এইচএসসি বিএম-বিএমটি ও এইচএসসি ভোকেশনাল এবং ডিপ্লোমা-ইন-কমার্স শিক্ষাক্রমের ১ম ও ২য় বর্ষ চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের অনলাইনে ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। এখন শিক্ষার্থীরা ২৭ মার্চ পর্যন্ত ফরম পূরণের সুযোগ পাবেন। গত বৃহস্পতিবার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন

অনলাইনে ফরম পূরণ সংক্রান্ত তথ্য—

  • টিসি, পিসি নম্বর এন্ট্রি ও অনলাইনে ফরম পূরণ: ২৭ মার্চ

  • বিলম্ব ফিসহ ফরম পূরণের তারিখ (প্রতি পরীক্ষার্থী ৩০০ টাকা): ১০ এপ্রিল

  • বিলম্ব ফি ও প্রতিষ্ঠান জরিমানাসহ ফরম পূরণের তারিখ (প্রতি পরীক্ষার্থী ৩০০ টাকা ও প্রতিষ্ঠান জরিমানা ২৫০০/–সহ): ১৭ এপ্রিল

  • সোনালী সেবার মাধ্যমে ফরম পূরণের ফি জমা: ৩০ এপ্রিল।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো অবস্থাতেই ছকে বর্ণিত তারিখের ব্যত্যয় ঘটানো যাবে না। ব্যত্যয় ঘটলে প্রতিষ্ঠান প্রধানই দায়ী থাকবেন। ফরম পূরণের ফি জমা দেওয়ার ক্ষেত্রে সোনালী সেবা Payment Getway (মোবাইল ব্যাংকিং/ব্যাংক একাউন্ট) অথবা Payment Slip ডাউনলোড করে সোনালী ব্যাংকের কাউন্টারের মাধ্যমে জমা দেওয়া যাবে। ফরম পূরণের ফি পেইড না থাকলে পরবর্তী সময়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে না।