এসএসসি ভোকেশনাল-২০২৫-এর সংশোধিত রুটিন প্রকাশ

২০২৫ সালের এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। সংশোধিত সূচি অনুসারে ১০ এপ্রিল শুরু হয়ে ১৩ মে পর্যন্ত চলবে এ পরীক্ষা। পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়।

এসএসসি পরীক্ষাফাইল ছবি: প্রথম আলো

২০২৫ সালের এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। সংশোধিত সূচি অনুসারে ১০ এপ্রিল শুরু হয়ে ১৩ মে পর্যন্ত চলবে এ পরীক্ষা। পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়।

আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষা পুনর্নির্ধারিত সূচি প্রকাশ করে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। ১৪ মে থেকে ২২ মে ব্যবহারিক পরীক্ষা হবে। আর ২৩ মে থেকে ১ জুলাই পর্যন্ত চলবে বাস্তব প্রশিক্ষণ।

আরও পড়ুন

শিক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশাবলি-

ক. প্রশ্নপত্রে উল্লিখিত সময় ও পূর্ণমান অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে

খ. তাত্ত্বিক অথবা ব্যবহারিক অংশে রেফার্ড থাকলে তাত্ত্বিক ও ব্যাবহারিক উভয় অংশে পরীক্ষা দিতে হবে এবং পৃথকভাবে পাস করতে হবে

গ. পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে পরীক্ষাকেন্দ্রে আসন গ্রহণ করতে হবে

ঘ. পরীক্ষার্থীরা পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে

আরও পড়ুন

ঙ. কেন্দ্রসচিব ব্যতীত অন্য কেউ পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন আনতে/ব্যবহার করতে পারবেন না। সেই ক্ষেত্রে কেন্দ্রসচিব ক্যামেরাবিহীন সাধারণ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন

চ. প্রত্যেক পরীক্ষার্থীর তত্ত্বীয় ও ব্যবহারিক পরীক্ষায় উপস্থিতির জন্য একই হাজিরা শিট ব্যবহার করতে হবে

ছ. ব্যবহারিক পরীক্ষা নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে

জ. কোনোভাবেই পরীক্ষা শুরুর ৩০ মিনিটের আগে প্রশ্নপত্রের প্যাকেট খোলা যাবে না।

ProthomAlo-Education-SSC Voc. 2025 Routine.pdf.pdf
আরও পড়ুন