স্কুলে অনুপস্থিত, ৩৬ শিক্ষক-কর্মচারীকে শোকজ মাউশির

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)

স্কুলে অনুপস্থিত থাকায় দেশের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৩৬ শিক্ষক-কর্মচারীকে কারণ দর্শানোর (শোকজ) চিঠি দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তর। শোকজ করা শিক্ষক-কর্মচারীদের তালিকা প্রকাশ করেছে মাউশি। অভিযুক্ত শিক্ষক-কর্মচারীদের ৫ কর্মদিবসের মধ্যে নিজ নিজ জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে স্কুলে অনুপস্থিত থাকার স্পষ্ট কারণ উল্লেখ করতে বলা হয়েছে।

আরও পড়ুন

চলতি বছরের এপ্রিলে মাধ্যমিকের মাঠপর্যায়ের কর্মকর্তারা পূর্বঘোষণা ছাড়াই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন। পরিদর্শন করা প্রতিষ্ঠানে এই ৩৬ জন শিক্ষককে বিদ্যালয়ে অনুপস্থিত পাওয়া যায়।

মাউশির চিঠিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাঠপর্যায়ের শিক্ষা কর্মকর্তা ডিজিটাল মনিটরিং সিস্টেমের মাধ্যমে পূর্বঘোষণা ছাড়াই শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত পরিদর্শনের প্রতিবেদন (মার্চ/২০২৪ মাসের) মাউশি অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং থেকে মাধ্যমিক উইংয়ে পাঠানো হয়। পরিদর্শন প্রতিবেদনে বিভিন্ন জেলার ৩৬ শিক্ষক/কর্মচারী পরিদর্শনকালে অননুমোদিতভাবে বিদ্যালয়ে অনুপস্থিতির বিষয়টি পরিলক্ষিত হয়েছে। এ অবস্থায় প্রাপ্ত পরিদর্শন প্রতিবেদনের আলোকে পরিদর্শনকালে অননুমোদিতভাবে প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকার বিষয়ে সুস্পষ্ট কারণ আগামী ৫ (পাঁচ) কর্মদিবসের মধ্যে নিজ নিজ জেলা শিক্ষা অফিসে সশরীরে উপস্থিত হয়ে দাখিল করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

আরও পড়ুন
আরও পড়ুন