কানাডিয়ান ইউনিভার্সিটিতে ডাটা এনালিটিক্সে এমবিএর সুযোগ
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (সিইউবি) বিজনেস ইন্টেলিজেন্স অ্যান্ড ডাটা এনালিটিক্স প্রোগ্রামে এমবিএ মেজর করার সুযোগ দিচ্ছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এই প্রোগ্রামের অধীনে রয়েছে চারটি কোর্স। এগুলো হলো ডাটা স্ট্র্যাটেজি, বিজনেস ইন্টেলিজেন্স, প্রিন্সিপাল অব মেশিন লার্নিং ও অ্যাপ্লিকেশন্স অব ডাটা এনালিটিক্স।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিজিটাল মার্কেটিং, টেলিকমিউনিকেশনস, ফিনটেক, এডটেক এবং সোশ্যাল মিডিয়ার মতো বিষয়ে শিক্ষার্থীদের গড়ে তুলতে এই কোর্সে যোগদান করেছেন টিকটক সাউথ এশিয়ার রিজিওনাল প্রোগ্রাম ম্যানেজার খান মুহাম্মদ সাকিফুল আলম।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সিইউবির স্কুল অব বিজনেসের সঙ্গে সংশ্লিষ্ট রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর অধ্যাপক রিদওয়ানুল হক। ডিনের দায়িত্ব পালন করছেন অধ্যাপক মুহাম্মদ জহুরুল হক। স্কুল অব বিজনেসের প্রধান হিসেবে রয়েছেন অধ্যাপক এস এম আরিফুজ্জামান। এমবিএ ও ইএমবিএ’র কোর্স পরিচালনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মিজানুর রহমান। বিভাগে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক শাহরিন আশরাফসহ আরও অনেকে।
ভর্তি সংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.cub.edu.bd) পাওয়া যাবে। বিস্তারিত তথ্যের জন্য ফোন করা যাবে ০১৭০-৭০৭০২৮০, ০১৭০-৭০৭০২৮১, ০১৭০-৭০৭০২৮৪ নম্বরে। কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর ক্যাম্পাসের ঠিকানা: প্লট-খ, ২০১/১, প্রগতি সরণি, ঢাকা-১২১২, বাংলাদেশ। অনলাইনে আবেদন করতে ক্লিক করুন, https://www.cub.edu.bd/apply.php