চুয়েট শিক্ষক সমিতির সভাপতি সাদিকুল ইসলাম, সম্পাদক আরাফাত রহমান
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) শিক্ষক সমিতির ২০২৪-২০২৫ কার্যনির্বাহী পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন পুরকৌশল বিভাগের অধ্যাপক জি এম সাদিকুল ইসলাম এবং ভোটারদের ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যন্ত্রকৌশল বিভাগের মো. আরাফাত রহমান রানা।
গতকাল মঙ্গলবার (২৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের পূর্ব গ্যালারিতে শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে শুরু করে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। এতে বিশ্ববিদ্যালয়ের মোট ৩৪৯ শিক্ষক তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এ ছাড়া সহসভাপতি পদে গণিত বিভাগের অধ্যাপক উজ্জ্বল কুমার দেব, যুগ্ম সম্পাদক পদে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহ জালাল মিশুক, কোষাধ্যক্ষ পদে মেকাট্রনিকস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মনোয়ার ওয়াদুদ হৃদয়, প্রচার ও সমাজকল্যাণ সম্পাদক পদে পুরকৌশল বিভাগের প্রভাষক মো. আসিফুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. ইব্রাহিম খলিল এবং নির্বাহী সদস্য পদে রসায়ন বিভাগের অধ্যাপক জিয়াউল হায়দার ও মানবিক বিভাগের সহযোগী অধ্যাপক সুমন দে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক কাজী আফজালুর রহমান এবং নির্বাচন কমিশনার ছিলেন ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. আজাদ হোসেন ও তড়িৎ কৌশল বিভাগের অধ্যাপক নিপু কুমার দাশ।
শিক্ষক সমিতির নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চুয়েটের উপাচার্য মোহাম্মদ রফিকুল আলম।
চুয়েট শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ দুই বছরের জন্য নির্বাচিত হয়। গত কার্যনির্বাহী পরিষদের সভাপতি ছিলেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম এবং সাধারণ সম্পাদক ছিলেন পুরকৌশল বিভাগের অধ্যাপক মো. বশির জিসান।