আইইউবিতে জ্যোতির্বিজ্ঞানী লামীয়া মওলার বক্তৃতায় উঠে এল প্রাচীন গ্যালাক্সির জন্মবৃত্তান্ত

যুক্তরাষ্ট্রের ওয়েলেসলি কলেজের সহকারী অধ্যাপক লামীয়া আশরাফ মওলাছবি: বিজ্ঞপ্তি

আলোর গতি ধ্রুব। মহাবিশ্বের যেকোনো জায়গা থেকে হাজার কোটি আলোকবর্ষ পথ পাড়ি দিয়ে এলেও আলোর গতি কমবেশি হয় না। আলোর এই স্বতন্ত্র বৈশিষ্ট্যের কারণেই বহুদূরের ছায়াপথের আলো আমাদের কাছে এসে পৌঁছায় এবং সঙ্গে করে নিয়ে আসে সেই ছায়াপথের জন্ম, গঠন ও বিবর্তন সম্পর্কে নানা তথ্য।

গত বছরের ১৯ ডিসেম্বর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (আইইউবি) এসব বিষয় নিয়েই কথা বলছিলেন জ্যোতির্বিজ্ঞানী লামীয়া আশরাফ মওলা। আইইউবির সেন্টার ফর অ্যাস্ট্রোনমি, স্পেস সায়েন্স অ্যান্ড অ্যাস্ট্রোফিজিকস (কাসা) আয়োজিত ২য় কলোকুয়ামে বক্তব্য দেন লামীয়া আশরাফ মওলা। তিনি যুক্তরাষ্ট্রের ওয়েলেসলি কলেজের সহকারী অধ্যাপক এবং কাসার সহযোগী সদস্য।

আরও পড়ুন

বিজ্ঞান সাময়িকী ‘নেচার’-এ গত ১১ ডিসেম্বর লামীয়া আশরাফের একটি আবিষ্কার নিয়ে বহুল আলোচিত একটি গবেষণাপত্র প্রকাশিত হয়। আইইউবির কাসার সঙ্গে সম্পৃক্ত কোনো জ্যোতির্বিজ্ঞানীর প্রকাশিত এটিই প্রথম বৈজ্ঞানিক গবেষণা প্রবন্ধ। ১৯ ডিসেম্বর মূলত এই প্রবন্ধ নিয়েই আলোচনা করেন তিনি।

এই গবেষণায় নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের (জেডব্লিউএসটি) তথ্য ও ছবি ব্যবহার করে ‘ফায়ারফ্লাই স্পার্কল’ নামের একটি নবীন গ্যালাক্সি আবিষ্কারের কথা বলা হয়েছে, যা বিগ ব্যাংয়ের মাত্র ৬০ কোটি বছর পর গঠনপ্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছিল। তিনি ছাড়া এই গবেষণায় অংশ নেন উত্তর আমেরিকা, ইউরোপ ও জাপানের ২১ জন বিজ্ঞানী।

এ বক্তৃতা শুনতে একত্র হয়েছিলেন প্রায় ১০০ অংশগ্রহণকারী, যাঁদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি একজন স্কুলশিক্ষার্থীও ছিলেন। লামীয়া আশরাফ মওলা বক্তৃতায় তাঁর ২০২২ সালের আবিষ্কার, ৯ বিলিয়ন আলোকবর্ষ দূরের গ্যালাক্সি ‘স্পার্কলার’-এর কথায় ফিরে যান। জেমস ওয়েব এবং গ্র্যাভিটেশনাল লেন্সিং ব্যবহার করে খোঁজ পাওয়া স্পার্কলারের পাশে দেখা গেছে নক্ষত্রদের গোলাকার পুঞ্জ বা গ্লোবিউলার ক্লাস্টার ‘স্পার্কলস’, যা বিগ ব্যাংয়ের ৭০০ মিলিয়ন বছর পর গঠনপ্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছিল। লামীয়া আশরাফ মওলা আবিষ্কৃত স্পার্কলারকে মনে করা হয় মহাবিশ্বের প্রাচীনতম নক্ষত্রপুঞ্জগুলোর মধ্যে একটি। এই আবিষ্কার নিয়ে https://www.bbc.com/news/science-environment-63090818 ও https://edition.cnn.com/2022/09/29/world/webb-telescope-deep-field-oldest-galaxies-scn/index.html>- এ সংবাদও প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন

এরপর লামীয়া আশরাফ সাম্প্রতিক আবিষ্কার ‘ফায়ারফ্লাই স্পার্কল’ নিয়ে আলোচনা করেন, যা আবিষ্কৃত হয়েছিল কানাডিয়ান নিয়ারিস আনবায়াসড ক্লাস্টার সার্ভের (কানাক্স) অংশ হিসেবে। বিগ ব্যাংয়ের মাত্র ৬০০ মিলিয়ন বছর পর গঠন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া এই গ্যালাক্সি শনাক্ত করা হয় গ্র্যাভিটেশনাল লেন্সিংয়ের মাধ্যমে। এর পাশেই ছিল দুটি সঙ্গী গ্যালাক্সি—‘ফায়ারফ্লাই বেস্ট ফ্রেন্ড’ ও ‘ফায়ারফ্লাই নিউ বেস্ট ফ্রেন্ড’। এই আবিষ্কার নিয়ে https://www.reuters.com/science/firefly-sparkle-galaxy-offers-taste-infant-milky-way-2024-12-11/ এবং https://www.bbc.com/news/articles/cdr0j7625kzo>- তে সংবাদ প্রকাশিত হয় কয়েক সপ্তাহ আগে।

২০২৪ সালে প্রতিষ্ঠিত আইইউবির সেন্টার ফর অ্যাস্ট্রোনমি, স্পেস সায়েন্স অ্যান্ড অ্যাস্ট্রোফিজিকস (কাসা) মহাকাশবিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিঃপদার্থবিজ্ঞানের গবেষণা ও শিক্ষায় নিবেদিত। কেন্দ্রটি একাধিক একাডেমিক অনুষ্ঠান এবং ‘দুরবিন’ (দূর বিশ্বের নাগরিক) প্রকল্পের মতো কর্মসূচি আয়োজন করেছে, যা শিক্ষার্থী ও সাধারণ মানুষকে মহাজাগতিক বিভিন্ন বিষয় অন্বেষণে উদ্বুদ্ধ করে। বিজ্ঞপ্তি

আরও পড়ুন
আরও পড়ুন