সিইউবি ও এনএসইউর মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (সিইউবি) পূর্বাচল স্থায়ী ক্যাম্পাস মাঠে অনুষ্ঠিত ‘ইন্ডিপেনডেন্স কাপ ক্রিকেট টুর্নামেন্টে’ প্রথমবারের মতো সিইউবির মুখামুখি হয় নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ)। কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত ও নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামের যৌথ উদ্যোগে এই টুর্নামেন্ট আয়োজিত হয়।
ম্যাচে নর্থ সাউথ ইউনিভার্সিটি প্রথমে ব্যাট করতে নেমে লিয়ন ও সাব্বির কাজীর দারুণ বোলিংয়ের কাছে ধরাশায়ী হয়ে ১৫ ওভারে সংগ্রহ করে ৮৯ রান। তিন ওভারে মাত্র ১৪ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন লিয়ন। সাব্বির কাজীও পান ৩ উইকেট। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১০ ওভারে ৮ উইকেটের বড় জয় তুলে নেয় কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। ইমতিয়াজ কবিরের ২৬ বলে ৪৬ রান ও সিইউবি আইন বিভাগের প্রধান সানজাদ শেখের ২৫ বলে ৩২ রানে এই সহজ জয় পায় সিইউবি। ম্যান অব দ্য ম্যাচ হন লিয়ন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক গিয়াস ইউ আহসান ও নর্থ সাউথ ইউনিভার্সিটির কোষাধক্ষ্য ও সহ–উপাচার্য অধ্যাপক আবদুর রব খান। এ সময় উপস্থিত ছিলেন সিইউবির বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মিফতাহুর রহমান।
এর আগে সকালে প্রথম খেলায় সিইউবি বনাম এনএসইউ শিক্ষার্থীদের মধ্যকার খেলা ছিল তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। সিইউবি ১৫ ওভারে ১৭৮ রানের লক্ষ্য ছুড়ে দেয়। টান টান উত্তেজনার এই ম্যাচে শেষ ওভারে নাটকীয় জয় পায় এনএসইউ। সেই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হন আরিফ।
ভিন্নধর্মী এই আয়োজনের প্রশংসা করে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখলে আন্তবিশ্ববিদ্যালয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।