ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণা নিশ্চিত করা হবে: উপাচার্য
ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণা নিশ্চিত করা হবে। বিশ্ববিদ্যালয়ের কাজকে সহজ করতে অ্যালামনাইয়ের (সাবেক শিক্ষার্থী) গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
শুক্রবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নকীব মোহাম্মদ ।
উপাচার্য নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, মক্কা সম্মেলনে ঘোষণার মধ্য দিয়ে আধুনিক ও ইসলামী শিক্ষার সমন্বয়ে শিক্ষার নতুন ধারা সৃষ্টির উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় ইসলামী বিশ্ববিদ্যালয়। কিন্তু বিভিন্ন সময়ের শাসকগোষ্ঠী এই বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য বুঝতে পারেনি। বাংলাদেশে এখন কাজ করার যে সুযোগ এসেছে তাকে কাজে লাগাতে হবে।
‘ইউনাইটেড ইন ব্রাদারহুড’ স্লোগানে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন অ্যালামনাইয়ের আহ্বায়ক মুহাম্মদ নাজমুল হক সাঈদী। স্বাগত বক্তব্য দেন সদস্যসচিব মুহাম্মদ আবদুল হাই। মো. জিল্লুর রহমান ও আবদুল মান্নানের পরিচালনায় আরও বক্তব্য দেন পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আশরাফুর রহমান, আবদুল হাই মো. সাইফুল্লাহ, অধ্যাপক মো. আবদুল হান্নান, অধ্যাপক মো. আবদুল আওয়াল, অধ্যাপক শহীদ মো. রেজওয়ান, অধ্যাপক মো. আবু সিনা, মাওলানা তারেক মনোয়ার, অধ্যাপক মো. ইকবাল হোসাইন, আইনজীবী আবদুল আওয়াল, অধ্যাপক মো. নাছির উদ্দিন মিঝি প্রমুখ।
বিকেলে দ্বিতীয় অধিবেশনে অ্যালামনাইয়ের আহ্বায়ক কমিটি ঘোষণা এবং গঠনতন্ত্র অনুমোদন করা হয়। ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক হিসেবে নাজমুল হক সাঈদী এবং সদস্যসচিব হিসেবে মুহাম্মদ আবদুল হাই নির্বাচিত হন। তারা একটি সার্চ কমিটির মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন বলে সিদ্ধান্ত হয়। পরে বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি হয়।