ব্রাহ্মণবাড়িয়ায় আশুতোষ চক্রবর্ত্তী স্মারক শিক্ষাবৃত্তি পেল ১০০ শিক্ষার্থী

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের স্বর্গীয় আশুতোষ চক্রবর্ত্তীর পরিবারের পক্ষ থেকে ১০০  শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছেছবি: বিজ্ঞপ্তি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের আশুতোষ চক্রবর্ত্তীর পরিবারের পক্ষ থেকে দশমবারের মতো ১০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। সরাইল ও আশুগঞ্জ উপজেলার ১৩ শীর্ষস্থানীয় স্কুলের ষষ্ঠ থেকে দশম শ্রেণির মেধাতালিকায় প্রথম স্থান অধিকারী ছাত্রছাত্রীদের পাশাপাশি সরাইলের বিভিন্ন উচ্চবিদ্যালয়ের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষাবৃত্তি দেওয়া হয়। আজ শনিবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার স্বাধীনতা হলে শিক্ষার্থীদের হাতে আর্থিক অনুদানের পাশাপাশি মেডেল, ক্রেস্ট, সনদ ও উপহার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুপ্রিম কোর্টের বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা বলেন, শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। তাই শিক্ষাব্যবস্থার ওপর সর্বোচ্চ জোর দিতে হবে। ছাত্রছাত্রীদের উৎসাহমূলক বৃত্তি দেওয়ার জন্য স্বর্গীয় আশুতোষ চক্রবর্ত্তীর পরিবারকে আন্তরিক ধন্যবাদ জানান।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এবং আশুতোষ চক্রবর্ত্তী স্মারক শিক্ষাবৃত্তির প্রধান উদ্যোক্তা চিকিৎসক আশীষ কুমার চক্রবর্ত্তী। আশুতোষ চক্রবর্ত্তীর স্ত্রী ও বৃত্তি অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা পুষ্প চক্রবর্ত্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক-২ মো. শহীদুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। ব্রাহ্মণবাড়িয়ার বাচিক শিল্পী মনির হোসেনের সঞ্চালনা অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়ার যুগ্ম জেলা ও দায়রা জজ মো. নজরুল ইসলাম, সরাইলের উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবা উল আলম ভূঁইয়া, সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রকিবুল হাসান এবং সরাইল থানার অফিসার ইনচার্জ মো. এমরানুল ইসলাম। বিজ্ঞপ্তি