নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে জিপিএইচ ইস্পাত-প্রথম আলো ইন-জিনিয়াস প্রতিযোগিতার অ্যাকটিভেশন পর্ব অনুষ্ঠিত

ডিপার্টমেন্ট অব সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ নাজমুল ইসলাম
ছবি: প্রথম আলো

পুরকৌশল বিভাগের শিক্ষার্থীদের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের দক্ষতা বাড়াতে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘জিপিএইচ ইস্পাত-প্রথম আলো ইন-জিনিয়াস’ প্রতিযোগিতা। এ উপলক্ষে গতকাল সোমবার বিকেলে নর্থ সাউথ ইউনিভার্সিটির পুরকৌশল বিভাগের শিক্ষার্থীদের নিয়ে অ্যাকটিভেশন পর্ব অনুষ্ঠিত হয়। প্রথম আলো ও জিপিএইচ ইস্পাত যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করছে।

নর্থ সাউথ ইউনিভার্সিটির অডিটরিয়ামে আয়োজিত অ্যাকটিভেশন পর্বে উপস্থিত ছিলেন ডিপার্টমেন্ট অব সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ নাজমুল ইসলাম, ইঞ্জিনিয়ারিং স্কুলের সাবেক ডিন অধ্যাপক জাভেদ বারী, প্রথম আলোর ডিজিটাল ট্রান্সফরমেশন ও যুব কার্যক্রমের প্রধান সমন্বয়ক মুনির হাসান, প্রথম আলো যুব কার্যক্রম বিভাগের সহকারী ব্যবস্থাপক বায়েজিদ ভূঁইয়া জুয়েল, ইন-জিনিয়াস প্রতিযোগিতার একাডেমিক সমন্বয়ক প্রকৌশলী আশরাফুল আল শাকুর।  

অ্যাকটিভেশনের শুরুতে ডিপার্টমেন্ট অব সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ নাজমুল ইসলাম জিপিএইচ ইস্পাত এবং প্রথম আলোকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আমাদের অনেক বিষয়ে সচেতন হতে হবে এবং প্রকৌশল চর্চাকে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে।’

এ সময় জাতীয় অধ্যাপক প্রয়াত জামিলুর রেজা চৌধুরীকে স্মরণ করে তাঁর ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়।  

ইঞ্জিনিয়ারিং স্কুলের সাবেক ডিন অধ্যাপক জাভেদ বারী
ছবি: প্রথম আলো
আরও পড়ুন

প্রথম আলোর ডিজিটাল ট্রান্সফরমেশন ও যুব কার্যক্রমের প্রধান সমন্বয়ক মুনির হাসান বলেন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীরা আজকাল বিভিন্ন কোডিং প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা সমাপ্ত হওয়ার আগেই সমস্যা সমাধানের দক্ষতা এবং ইন্ডাস্ট্রির সঙ্গে যোগাযোগ তৈরি করার সুযোগ পাচ্ছে। কিন্তু পুরকৌশল বিভাগের শিক্ষার্থীরা পাস করার পর এই সুযোগ পায়। এই অবস্থা থেকে বের হয়ে আসার জন্য আমরা এই প্রতিযোগিতা আয়োজন করেছি। এই আয়োজনের মাধ্যমে তারা হাতে-কলমে কাজ করার বিষয়ে দক্ষতা অর্জনের পাশাপাশি প্রকৌশল চর্চার বিষয়ে মানুষকে সচেতন করতে পারবে।

অতিথিদের সঙ্গে শিক্ষার্থীরা
ছবি: প্রথম আলো
আরও পড়ুন

ইঞ্জিনিয়ারিং স্কুলের সাবেক ডিন অধ্যাপক জাভেদ বারী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমাদের দেশের প্রথিতযশা প্রকৌশলীদের সঙ্গে যোগাযোগ তৈরি করতে এবং তাদের বর্ণাঢ্য কর্মজীবনের বাস্তব অভিজ্ঞতার পরিচয় পাওয়ার জন্য এই ধরনের আয়োজনের কোনো বিকল্প নেই। তিনি সবাইকে এই আয়োজনে অংশ নিতে উৎসাহ দেন এবং সততার সঙ্গে কাজ করার জন্য সবাইকে পরামর্শ দেন।

প্রথম আলোর ডিজিটাল ট্রান্সফরমেশন ও যুব কার্যক্রমের প্রধান সমন্বয়ক মুনির হাসান
ছবি: প্রথম আলো
আরও পড়ুন

ইন-জিনিয়াস প্রতিযোগিতার একাডেমিক সমন্বয়ক প্রকৌশলী আশরাফুল আল শাকুর প্রতিযোগিতায় অংশগ্রহণের বিস্তারিত নিয়মাবলি উপস্থাপন করেন।

পরে প্রথম আলোর ডিজিটাল ট্রান্সফরমেশন ও যুব কার্যক্রমের প্রধান সমন্বয়ক মুনির হাসান প্রথম আলোর পক্ষ থেকে ডিপার্টমেন্ট অব সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ নাজমুল ইসলামের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন।

আয়োজকেরা আরও জানান, এ আয়োজনের নিবন্ধন কার্যক্রম চলমান। যেকোনো বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের তৃতীয় ও চতুর্থ বর্ষের এবং সদ্য স্নাতক শেষ করা শিক্ষার্থীরা দলীয়ভাবে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। নিবন্ধনের জন্য আগ্রহী শিক্ষার্থীদের https://www.prothomalo.com/engenius লগইন করতে হবে।