বশেমুরবিপ্রবির উপাচার্য হলেন শহীদুল ইসলাম

মো. শহীদুল ইসলামছবি: সংগৃহীত

পিরোজপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন মো. শহীদুল ইসলাম। মঙ্গলবার কর্মস্থলে যোগ দিয়েছেন তিনি।

গত রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক মো. শহীদুল ইসলামকে চার বছরের জন্য বশেমুরবিপ্রবির উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি বিশ্ববিদ্যালয়টির দ্বিতীয় উপাচার্য।

আরও পড়ুন

১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে স্নাতক ও ১৯৯২ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন মো. শহীদুল ইসলাম। পরে তিনি জার্মানির গোটিংয়েন বিশ্ববিদ্যালয় থেকে ২০০২ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

১৯৯২ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন শহীদুল ইসলাম। এরপর ১৯৯৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রভাষক হিসেবে যোগ দেন।

আরও পড়ুন

শহীদুল ইসলাম ২০১০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন। ২০২১ সাল থেকে তিনি বিভাগটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।