বিইউএফটিতে টেক্সটাইল ও ফ্যাশন উদ্ভাবনে মেধাস্বত্ববিষয়ক সেমিনার
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) টেক্সটাইল ও ফ্যাশন উদ্ভাবনে মেধাস্বত্ব শীর্ষক সেমিনার গতকাল মঙ্গলবার (৭ জানুয়ারি ২০২৫) বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে অনুষ্ঠিত হয়। সেমিনারের উদ্দেশ্য ছিল পেটেন্ট, ট্রেডমার্ক এবং ডিজাইন নিবন্ধনের মতো মেধাস্বত্ব (আইপি) বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা, যা টেক্সটাইল ও ফ্যাশনশিল্পে সৃজনশীলতা ও উদ্ভাবনকে উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সেমিনারে উপস্থিত ছিলেন বিইউএফটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল রাকিব, বিইউএফটি’র ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক আইয়ুব নবী খান, বিইউএফটির কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আলমগীর হোসেন এবং ফ্যাশন স্টাডিজ বিভাগের প্রধান শর্মিলি সরকার।
বিশেষজ্ঞ অতিথি ছিলেন পেটেন্ট, ডিজাইন এবং ট্রেডমার্ক অধিদপ্তরের (ডিপিডিটি) উপপরিচালক মির্জা গোলাম সারোয়ার, যিনি পেটেন্ট এবং লোগো নিবন্ধন বিষয়ে আলোকপাত করেন এবং ডিপিডিটির ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনের উপপরিচালক সাইদুজ্জামান, যিনি ডিজাইন নিবন্ধনপ্রক্রিয়া নিয়ে আলোচনা করেন। এ ছাড়া একাডেমি অব ইন্টেলেকচুয়াল প্রোপার্টির পরামর্শক ও ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অ্যান্ড ইনোভেশন রিসার্চ নেটওয়ার্ক এশিয়ার সদস্য তাসলিমা জাহান, উদ্ভাবন ও শিল্পচর্চায় মেধাস্বত্বের ভূমিকা নিয়ে বক্তব্য দেন। বিজ্ঞপ্তি