ইইউবি-ইন্ট্রা প্রোগ্রামিং কনটেস্ট, ‘ফুড ডেলিভারি রোবট’ এবং ‘মিলিটারি ড্রোন’ প্রযুক্তির উদ্বোধন
ইইউবি-ইন্ট্রা প্রোগ্রামিং কনটেস্ট-২০২৪ আয়োজন করেছে বেসরকারি ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ। গত ২৮ মার্চ অনুষ্ঠিত এই কনটেস্টের পুরস্কার বিতরণ করা হয় গত বৃহস্পতিবার (৪ এপ্রিল)। একই দিন উদ্বোধন করা হয় ‘ফুড ডেলিভারি রোবট’ এবং ‘মিলিটারি ড্রোন’ নামক দুটি আধুনিক প্রযুক্তি।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভাইস চেয়ারম্যান অধ্যাপক মকবুল আহমেদ খান, উপাচার্য মো. আলিম দাদ। আরও উপস্থিত ছিলেন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের বিভাগীয় প্রধান অধ্যাপক ফারজানা আলম, রেজিস্ট্রার ইউনুসুর রহমান, পিসিইউর পরিচালক ইমদাদুল হক, সিএসই বিভাগের চেয়ারম্যান ওবায়দুর রহমান।
ইউনিভার্সিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক মকবুল আহমেদ খান বলেন, ‘আমার বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগ অনেক অগ্রসর হয়েছে। দিন দিন ভালো ভালো মূল্যবান ডিভাইস তৈরি করছে। নতুন নতুন প্রজেক্ট নিয়ে কাজ করে বিভাগকে নিয়ে যাচ্ছে অনন্য উচ্চতায়।’ এ বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকদের প্রচেষ্টা এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমে একদিন দেশ ও দেশের বাইরে অনেক সুনাম অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ইউনুসুর রহমান বলেন, ‘এই সময়টি হচ্ছে স্মার্ট বাংলাদেশ গড়ার সময়। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরাই পারবে, সেটার জন্য শতভাগ নিজেদের উৎসর্গ করতে।’ তিনি আরও বলেন, ‘দেশ ও দেশের মানুষের কল্যাণে আমাদের শিক্ষার্থীরাও নিজেদের উন্নতির শিখরে পৌঁছাতে পারবে।’
বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ফারজানা আলম বলেন, ‘আমরা যদি অন্য সব সেক্টরের সঙ্গে সিএসইকে তুলনা করি, তাহলে তারা এখন সবার চেয়ে এগিয়ে আছে। বর্তমান সময়ের সবচেয়ে বেশি কাজই হচ্ছে সিএসই সম্পর্কিত।’
সিএসই বিভাগের চেয়ারম্যান ওবায়দুর রহমান বলেন, ‘আমাদের বিভাগে প্রতিটি প্রোগ্রামেই আমরা চেষ্টা করি নতুন কিছু নিয়ে আসার। ইতোমধ্যে অনেক প্রজেক্ট ডেভেলপ করেছি। আজ দুটি ডিভাইস উদ্বোধন করেছি; একটি ফুড ডেলিভারি রোবট ও মিলিটারি ড্রোন। শিগগিরই আমরা আরেকটি রোবট নিয়ে আসব।’ বিজ্ঞপ্তি