বিজ্ঞানী মেঘনাদ সাহার ১৩১তম জন্মবার্ষিকী উপলক্ষে বিজ্ঞান কর্মশালা অনুষ্ঠিত

বিজ্ঞানচর্চার আগ্রহ বাড়াতে এবং মেঘনাদ সাহার জীবন ও কাজ সম্পর্কে জানানোর উদ্দেশ্যে কিশোরী লাল জুবিলী স্কুল ও কলেজের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ৪০ শিক্ষার্থী অংশগ্রহণ করে কর্মশালায়ছবি: বিজ্ঞপ্তি

বিজ্ঞানী মেঘনাদ সাহার ১৩১তম জন্মবার্ষিকী উপলক্ষে পুরান ঢাকায় অবস্থিত কিশোরী লাল জুবিলী স্কুল ও কলেজে ‘মেঘনাদ সাহা বিজ্ঞান কর্মশালা’র আয়োজন করা হয়। বিজ্ঞানচর্চার আগ্রহ বাড়াতে এবং মেঘনাদ সাহার জীবন ও কাজ সম্পর্কে জানানোর উদ্দেশ্যে প্রতিষ্ঠানটির ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির প্রায় ৪০ মেয়েশিক্ষার্থীদের অংশগ্রহণে এই কর্মশালা আয়োজিত হয়।

কিশোরী লাল জুবিলী স্কুল ও কলেজের শিক্ষার্থী ছিলেন মেঘনাদ সাহা। তিনি গবেষণার পাশাপাশি বিজ্ঞান শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচির সঙ্গে যুক্ত ছিলেন, যা এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে অনুপ্রেরণামূলক। বিখ্যাত এই জ্যোতির্পদার্থবিজ্ঞানী তাঁর ‘ল অব আয়োনাইজেশন’ বা ‘সাহা ইকুয়েশন’-এর জন্য বিশ্বব্যাপী পরিচিত। এই সমীকরণ মহাজাগতিক বস্তু, যেমন নক্ষত্রের রাসায়নিক গঠন ও তাদের তাপমাত্রা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁর এই কাজ জ্যোতির্বিজ্ঞানে যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসে, যা আজও মহাকাশ গবেষণায় ব্যবহৃত হয়।

আরও পড়ুন

মেঘনাদ সাহার জন্ম এ দেশে হলেও তাঁকে ঘিরে তেমন কোনো উল্লেখযোগ্য আয়োজন নেই। তবে জুনিয়র সায়েন্স কংগ্রেসের অংশ হিসেবে ২০১৪ সাল থেকে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও মাকসুদুল আলম বিজ্ঞানাগার যৌথ উদ্যোগে এ কর্মশালা আয়োজন করে আসছে। এ বছর বিশ্ব মহাকাশ সপ্তাহ ২০২৪ উদ্‌যাপনের অংশ হিসেবে জ্যোতির্পদার্থবিজ্ঞানে অবদান রাখা মেঘনাদ সাহার জন্মদিনকে ঘিরে বিজ্ঞান কর্মশালা আয়োজিত হচ্ছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সভাপতি মুনির হাসান। তিনি মেঘনাদ সাহার জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তাঁর অবদান নিয়ে আলোচনা করেন।

বিজ্ঞানী মেঘনাদ সাহার জন্মবার্ষিকী উপলক্ষে পুরান ঢাকার কিশোরী লাল জুবিলী স্কুল ও কলেজে ‘মেঘনাদ সাহা বিজ্ঞান কর্মশালা’র আয়োজন করা হয়েছিল
ছবি: বিজ্ঞপ্তি

কর্মশালায় মেঘনাদ সাহার জীবনী নিয়ে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ ছাড়া শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে হাতে–কলমে বৈজ্ঞানিক পরীক্ষা ও পর্যালোচনা করা হয়।

আরও পড়ুন

ভবিষ্যতে আরও বড় পরিসরে এ আয়োজনে যুক্ত থাকার আগ্রহ প্রকাশ করে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ দুলাল চন্দ্র সাহা জানান, ‘এ ধরনের কর্মশালা শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চার আগ্রহ বৃদ্ধি করতে সহায়ক হবে বলে আমাদের বিশ্বাস।’ কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে কর্মশালার সমাপনী পর্ব আয়োজিত হয়। বিজ্ঞপ্তি