আজ বিশ্ব শিক্ষক দিবস
আদর্শ শিক্ষকেরা আলো ছড়ান। সে আলোয় আলোকিত হয় দেশ। এই শিক্ষকদের মধ্যে বেশির ভাগেরই ত্যাগ আড়ালেই থেকে যায়। এই শিক্ষকদের গত ১৫ বছর ধরে সম্মাননা দিয়ে আসছে এথিকস ক্লাব। আজ শনিবার বিশ্ব শিক্ষক দিবস। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’। এই প্রতিপাদ্য নিয়ে ‘বিশ্ব শিক্ষক, ২০২৪’ উপলক্ষ্যে কর্মসূচি নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বিশ্ব শিক্ষক দিবস ১৯৯৫ সাল থেকে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী পালন করা হয়। ইউনেস্কোর মতে, বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পালন করা হয়ে থাকে। বর্তমানে বিশ্বের ১০০টি দেশে এই দিবসটি পালিত হয়ে হয়। এই দিবসটি পালনে এডুকেশন ইন্টারন্যাশনাল ও তার সহযোগী ৪০১টি সদস্য সংগঠন মূল ভূমিকা রাখে।
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের সম্মান জানিয়েছেন এথিকস ক্লাব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি এম ই চৌধুরী শামীম এবং এথিকস ক্লাব বাংলাদেশের অন্যতম প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী দিলারা আফরোজ খান। তাঁরা বলেন, এথিকস ক্লাব বাংলাদেশ গত ১৫ বছর ধরে প্রতিবছরই ২৫ জানুয়ারি জাতীয় নৈতিকতা দিবস পালন করে আসছেন।
এ দিনে দেশের শ্রেষ্ঠ সন্তান শিক্ষকদের সম্মাননা জানানো হয়। এথিকস ক্লাব প্রথম সাত বছর ১ জানুয়ারি এবং পরে পর্যবেক্ষণ অনুযায়ী পাঁচ বছর ধরে ২৫ জানুয়ারি সাংগঠনিকভাবে নৈতিকতা দিবস পালন করে আসছে। কারণ এই দিন আন্তর্জাতিক কোনো দিবস পালনের অস্তিত্ব লক্ষ্য করা যায়নি। এ অবস্থায় তাঁরা প্রথমে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ২৫ জানুয়ারিকে নৈতিকতা দিবস ঘোষণা করে সব শিক্ষাপ্রতিষ্ঠানে তা পালনের প্রস্তাব করছে। একই সঙ্গে সরকারের পক্ষ থেকে বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে একে আন্তর্জাতিক এথিকস দিবস ঘোষণার জন্য জাতিসংঘে আবেদন করার জোর দাবি জানায়।