দুটি বিষয়ে ‘টপ ইন দ্য ওয়ার্ল্ড’ অর্জন করেছে অন্বয় মাজহার
বাংলাদেশি শিক্ষার্থী অন্বয় মাজহার এ বছর দুটি বিষয়ে ‘টপ ইন দ্য ওয়ার্ল্ড’ অর্জন করেছে। ৬৫ জন বাংলাদেশি ছাত্র এবার ‘টপ ইন দ্য ওয়ার্ল্ড’ সম্মান অর্জন করেছে। অন্যরা একটি বিষয়ে অর্জন করলেও অন্বয় মাজহার এ সম্মান অর্জন করেছে একাধিক বিষয়ে। সে ম্যাথমেটিকস ও অ্যাকাউন্টিংয়ে দুই বিষয়ে ‘টপ ইন দ্য ওয়ার্ল্ড’ অর্জন করেছে। সম্প্রতি (৩০ নভেম্বর) রাজধানীর র্যাডিসন ব্লু হোটেলে কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশন এবং ব্রিটিশ কাউন্সিলের যৌথ উদ্যোগে এক অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। এই শিক্ষার্থীরা এ বছর জুন মাসে অনুষ্ঠিত কেমব্রিজ এক্সামিনেশন সিরিজে অসাধারণ সাফল্যের স্বীকৃতি হিসেবে ‘টপ ইন দ্য ওয়ার্ল্ড’ সম্মানে ভূষিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ, বাংলাদেশে ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার এইচ ই মি জেমস গোল্ডম্যান এবং ব্রিটিশ কাউন্সিলের বিজনেজ ডেভেলপমেন্ট ডিরেক্টর সারওয়াত রেজা। কেমব্রিজের আন্তর্জাতিক শিক্ষা বিভাগের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর রড স্মিথ অনুষ্ঠানে ভিডিও বার্তা প্রদান করেন।
‘টপ ইন দ্য ওয়ার্ল্ড’ সম্মান ‘আউটস্ট্যান্ডিং কেমব্রিজ লার্নার অ্যাওয়ার্ডস’–এর অংশ। কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশন পরীক্ষাগুলো পরিচালনা করে আসছে। তারা চার ক্যাটাগরিতে পুরস্কার দেয়—টপ ইন দ্য ওয়ার্ল্ড, হাই অ্যাচিভমেন্ট, টপ ইন কান্ট্রি এবং বেস্ট অ্যাক্রস। এ বছর ১২১টি পুরস্কারের মধ্যে ৬৫ জন বাংলাদেশি শিক্ষার্থী ‘টপ ইন দ্য ওয়ার্ল্ড’ পুরস্কারে ভূষিত হয়েছে। অন্বয় মাজহার বাংলাদেশের প্রকাশনা প্রতিষ্ঠান ‘অন্যপ্রকাশ’-এর প্রধান নির্বাহী এবং পাক্ষিক ‘অন্যদিন’-এর সম্পাদক মাজহারুল ইসলাম ও তানজিনা রহমান স্বর্ণার সন্তান। বিজ্ঞপ্তি