টেকসই বিশ্ববিদ্যালয়ের তালিকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) টানা নবমবারের মতো বাংলাদেশের সর্বাধিক টেকসই বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ধরে রেখেছে। এ ছাড়া ২০২৪ সালের ইউআই গ্রিনমেট্রিক ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে ডিআইইউ বৈশ্বিক পর্যায়ে ১৪৯তম ও এশিয়া অঞ্চলে ৭৫তম স্থান অর্জন করেছে। গত শনিবার (১৪ ডিসেম্বর) ইউআই গ্রিনমেট্রিক ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ের অফিশিয়াল ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে এ তালিকা প্রকাশ করা হয়।

ইউআই গ্রিনমেট্রিক র‌্যাঙ্কিংয়ের ১৫তম সংস্করণে ৯৫টি দেশের ১ হাজার ৪৭৭টি বিশ্ববিদ্যালয় অংশ নেয়। এ র‌্যাঙ্কিংয়ে টেকসই অবকাঠামো, জলবায়ু পরিবর্তন ও জ্বালানি ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা, পানি সংরক্ষণ, পরিবেশবান্ধব পরিবহন ও টেকসই শিক্ষার মতো বিষয়ের ওপর ভিত্তি করে মূল্যায়ন করা হয়।

২০২৩ সালের বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ২০০তম স্থান থেকে এ বছর ১৪৯তম স্থানে উঠে আসে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এই সাফল্য ডিআইইউর টেকসই উন্নয়ন উদ্যোগে ধারাবাহিক অগ্রগতি ও উদ্ভাবনের প্রতি তাদের অবিচল প্রতিশ্রুতির আশ্বাস দেয়। এ ছাড়া এই অর্জন উচ্চশিক্ষায় টেকসই ও ইতিবাচক পরিবর্তনের অগ্রদূত হিসেবে ডিআইইউর ভূমিকাকে আরও সুদৃঢ় করবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে।

আরও পড়ুন

এর পাশাপাশি কিউএস সাসটেইনেবিলিটি র‌্যাঙ্কিং ২০২৫-এ বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম ও বিশ্ব তালিকায় ৬৯০তম অবস্থানে রয়েছে ডিআইইউ। তা ছাড়া টাইমস হায়ার এডুকেশন-ইমপ্যাক্ট র‌্যাঙ্কিং ২০২৪-এর তালিকায়ও বাংলাদেশের মধ্যে প্রথম ও বৈশ্বিকভাবে ৩০১তম অবস্থানে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এই অর্জনগুলো দেশীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে টেকসই উন্নয়ন, সামাজিক ও পরিবেশের প্রতি দায়িত্বশীলতায় এ বিশ্ববিদ্যালয়ের ভূমিকাকে তুলে ধরছে বলে মনে করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তি

আরও পড়ুন