রাজধানীতে টেকনোপ্রেনিউর অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে ১০ ফেব্রুয়ারি
মাই ই-কিডস ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে ‘কৌতূহলী উদ্ভাবনী জাগরণ’ প্রতিপাদ্য নিয়ে রাজধানীতে আগামী ১০ ফেব্রুয়ারি আয়োজিত হতে যাচ্ছে টেকনোপ্রেনিউর অলিম্পিয়াড ২০২৪। এ প্রয়াসের লক্ষ্য কিডস পাজল, স্টিম প্রজেক্ট, কোডিং চ্যালেঞ্জ, জুনিপ্রেনিউরদের ব্যবসায়িক প্রতিযোগিতাসহ আকর্ষণীয় প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন বয়সের অংশগ্রহণকারীদের উদ্ভাবনশক্তিকে উৎসাহিত ও অনুপ্রাণিত করা। এ প্রতিযোগিতা সবার জন্য উন্মুক্ত।
গত রোববার (১৪ জানুয়ারি) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের কনকোর্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরে বক্তব্য দেন ড্যাফোডিল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান। উপস্থিত ছিলেন অনুষ্ঠানের আহ্বায়ক ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মোহাম্মদ মাহমুদুল হাসান ও উপাধ্যক্ষ মহসীনা শারমিন নিশাত, ওয়াহিদা ইসলাম ঝুমুর (ইংলিশ ভার্সন) ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জনসংযোগ বিভাগের ঊর্ধ্বতন সহকারী পরিচালক মো. আনোয়ার হাবিব কাজল।
আয়োজনে সেরা তিন সুপার কিডকে পুরস্কৃত করা হবে। প্রত্যেক অংশগ্রহণকারী পাবে সনদ। রেজিস্ট্রেশনের সব তথ্য মাই ই–কিডসের ওয়েবসাইটে পাওয়া যাবে।
মাই ই-কিডস ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে ‘কৌতূহলী উদ্ভাবনী জাগরণ’ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিতব্য ‘টেকনোপ্রেনিউর অলিম্পিয়াড ২০২৪’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ড্যাফোডিল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নূরুজ্জামান। পাশে রয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ ড. মোহাম্মদ মাহমুদুল হাসান ও উপাধ্যক্ষ মহসীনা শারমিন নিশাত, ওয়াহিদা ইসলাম ঝুমুর (ইংলিশ ভার্সন) ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জনসংযোগ বিভাগের ঊর্ধ্বতন সহকারী পরিচালক মো. আনোয়ার হাবিব কাজল।
বার্তা প্রেরক
মো. আনোয়ার হাবিব কাজল
ঊর্ধ্বতন সহকারী পরিচালক (জনসংযোগ)
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি