কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে চলছে ভর্তি মেলা

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে (সিইউবি) ফল সেমিস্টার ২০২৩-এ ভর্তি মেলা ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। মেলা চলবে আগামী ৬ অক্টোবর পর্যন্ত। ভর্তি মেলায় এইচএসসি ও এ লেভেলের শিক্ষার্থীদের জন্য ভর্তি ফি চার হাজার টাকা, ডিপ্লোমাধারী শিক্ষার্থীদের জন্য ভর্তি ফি তিন হাজার টাকা এবং এমবিএ, এক্সিকিউটিভ এমবিএ, মাস্টার্স ইন মেরিটাইম ট্রান্সপোর্টেশন ও লজিস্টিকসের জন্য ভর্তি ফি ছয় হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন

১২ দিনের এ মেলা চলছে রাজধানীর প্রগতি সরণিতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে। এ সময় বিশেষ ছাড়ে ভর্তি হতে পারবেন শিক্ষার্থীরা। মেলায় ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীরা সব প্রোগ্রামে টিউশন ফিতে পাচ্ছেন কমপক্ষে ৪০ ভাগ ছাড়। মেলায় গ্রুপ অ্যাডমিশনে তিন বা ততোধিক শিক্ষার্থী একসঙ্গে ভর্তি হলে তাঁরা ‘গ্রুপ ওয়েভার’ হিসেবে টিউশন ফিতে আরও ৫ শতাংশ ছাড় পাবেন। এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে টিউশন ফির ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বৃত্তি থাকছে। এর মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় যাঁদের চতুর্থ বিষয় ছাড়া পৃথকভাবে জিপিএ–৫ রয়েছে, তাঁরা টিউশন ফিতে শতভাগ ছাড় পাবেন।

ভর্তিসংক্রান্ত সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.cub.edu.bd) পাওয়া যাবে।
বিজ্ঞপ্তি

আরও পড়ুন