মোহাম্মদ আমিরুল ইসলাম পেলেন বিএএস–টিডব্লিউএস পদক
পরমাণুবিজ্ঞান ও প্রযুক্তিতে বিশেষ অবদানের জন্য মোহাম্মদ আমিরুল ইসলাম বাংলাদেশ বিজ্ঞান একাডেমি BAS-TWAS স্বর্ণপদক পেয়েছেন। বাংলাদেশ বিজ্ঞান একাডেমি (BAS) ও ইতালিস্থ বিশ্ব বিজ্ঞান একাডেমি (TWAS) যৌথভাবে প্রতিবছর বিজ্ঞান ও প্রকৌশলে বিশেষ অবদানের জন্য একজন বিজ্ঞানীকে এই স্বর্ণপদক প্রদান করে। ঢাকার আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ভবনে এশিয়ান বিজ্ঞান পরিষদ ও বাংলাদেশ বিজ্ঞান একাডেমি আয়োজিত ২৩তম এশিয়ান বিজ্ঞান পরিষদ সম্মেলনের এক অধিবেশনে তাঁকে স্বর্ণপদক দেওয়া হয়।
মোহাম্মদ আমিরুল ইসলাম সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগ থেকে বিএসসি (অনার্স) এবং এমএসসি (থিসিস) ডিগ্রি লাভ করেন। তিনি ২০০৮ সালে বুয়েটের পদার্থবিদ্যা বিভাগ থেকে এমফিল ডিগ্রি অর্জন করেন। পরে তিনি জাপানের টোকিও মেট্রোপলিটন ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থেকে মনবুকাগাকশো স্কলারশিপের অধীনে ২০১২ সালে পরমাণুবিজ্ঞান ও প্রযুক্তিতে পিএইচডি করেন।
তিনি জাপানের টোকিও মেট্রোপলিটন গভর্নমেন্টের গবেষণা তহবিলে পোস্ট-ডক্টরাল ফেলোশিপও সম্পন্ন করেছেন। বতমানে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে সাভারের পরমাণুবিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটে কর্মরত আছেন তিনি। বিজ্ঞপ্তি