ইউসিবিডির আয়োজনে নতুন ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

মোনাশ কলেজ ডিপ্লোমা (এমসিডি) প্রোগ্রামের নতুন ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান আয়োজন করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। এমসিডি প্রোগ্রামের মাধ্যমে এ লেভেল এবং এইচএসসি শিক্ষার্থীরা উচ্চশিক্ষার প্রতিষ্ঠান মোনাশ বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রির দ্বিতীয় বর্ষে ভর্তির সুযোগ পাবেন।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানের স্বাগত বক্তব্য প্রদান করেন ইউসিবিডির একাডেমিক অ্যাফেয়ার্সের ডিন অধ্যাপক মুহাম্মদ ইসমাইল হোসেন।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোনাশ বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ প্রতিনিধি আজরা করিম এবং ইন্টারন্যাশনলা রিক্রুটমেন্ট ও ডেভেলপমেন্টের সিনিয়র এক্সিকিউটিভ ড্যানিয়েল লুম। এমসিডি প্রোগ্রামের সুযোগ নিয়ে আজরা করিম শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে বলেন, উচ্চশিক্ষা গ্রহণে এমসিডি শিক্ষার্থীদের জন্য চমৎকার একটি সুযোগ। এ প্রোগ্রামের মাধ্যমে তারা দেশে বসেই প্রথম বর্ষ সম্পন্ন করতে পারবেন। এ ছাড়া এ প্রোগ্রামের মাধ্যমে এইচএসসি শিক্ষার্থীদের জন্য এক শিক্ষাবর্ষ সঞ্চয় হবে। এ প্রোগ্রামে মোনাশসহ বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে সফল হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা হবে।

এ প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা বাংলাদেশে তাঁদের প্রথম বর্ষ সম্পন্ন করার পর মোনাশ বিশ্ববিদ্যালয়ের অস্ট্রেলিয়া বা মালয়েশিয়া ক্যাম্পাসে দ্বিতীয় বর্ষে যুক্ত হতে পারবেন।