আলোহা বাংলাদেশের নতুন কোর্স ‘আলোহা জিওমেট্রি ল্যান্ড’–এর উদ্বোধন, সার্টিফিকেট প্রদান
আলোহা বাংলাদেশের আয়োজনে গত শনিবার (৫ অক্টোবর) রাজধানীর কেআইবি কমপ্লেক্স অডিটরিয়ামে আলোহা বাংলাদেশের নতুন কোর্স ‘আলোহা জিওমেট্রি ল্যান্ড’ উদ্বোধন ও আলোহা ইন্টারন্যাশনাল কম্পিটিশনে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানানোর মধ্য দিয়ে শুরু হয় প্রথম পর্ব ‘চীন-বাংলাদেশ সাংস্কৃতিক আদান-প্রদান’। এ পর্বে চীন ও বাংলাদেশের শিক্ষার্থীরা বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা ও শিক্ষামূলক প্রেজেন্টেশন প্রদান করে। এ পর্বে শিশুদের ভাষা ও উপস্থাপন দক্ষতার প্রকাশ ঘটে।
দ্বিতীয় পর্বের শুরুতে স্বাগত বক্তব্য দেন আলোহা ইন্টারন্যাশনালের পরিচালক কিরণ মাতওয়ানি। তিনি বলেন, ‘আলোহা বাংলাদেশ প্রায় দুই দশক ধরে শিশুদের মস্তিস্ক মানোন্নয়নের কাজ করে যাচ্ছে মেন্টাল অ্যারিথমেটিক কোর্সের মাধ্যমে। তারই ধারাবাহিকতায় আজ আরও একটি নতুন কোর্সের যাত্রা শুরু হতে যাচ্ছে।’ তিনি এই কোর্সের মাধ্যমে শিশুর বুদ্ধিদীপ্ত বিকাশ ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এরপর আলোহা বাংলাদেশের নতুন কোর্স ‘আলোহা জিওমেট্রি ল্যান্ড’–এর উদ্বোধন করা হয়। চোখধাঁধানো এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে আলোহা জিওমেট্রি ল্যান্ডের লোগো উন্মোচিত হয়।
শেষ পর্বে এ বছর আলোহা ইন্টারন্যাশনাল মেন্টাল অ্যারিথমেটিক কম্পিটিশনের আন্তর্জাতিক আসর স্পেনের মাদ্রিদে বিজয়ী শিক্ষার্থীদের সম্মাননা সার্টিফিকেট প্রদান করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আলোহা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মো. আলী হায়দার চৌধুরী, চেয়ারম্যান সাইফুল করিম এবং পরিচালক মো. শামসুদ্দিন টিপু। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও রেজিস্ট্রেশনকৃত অতিথিসহ প্রায় ৯০০ জন উপস্থিত ছিলেন।
আলোহা জিওমেট্রি ল্যান্ড কোনো একাডেমিক শিক্ষা নয়, এটি একটি ১২ পর্বের খেলা, যা একটি সুনির্দিষ্ট কাঠামোর মধ্য দিয়ে পরিচালিত হয় এবং খুবই আনন্দের সঙ্গে শিশুরা তাদের দক্ষতার বিকাশ ঘটায়। ৩ মাসের এই কোর্সটি ৩ থেকে ৭ বছরের শিশুদের জন্য তৈরি করা হয়েছে। বিজ্ঞপ্তি