নবম-দশম শ্রেণির পাঠ্যবইয়ের চাহিদা দেওয়ার নির্দেশ

নবম-দশম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান বইয়ের প্রচ্ছদছবি: সংগৃহীত

আগামী বছরের জন্য নবম-দশম শ্রেণির পাঠ্যবইয়ের চাহিদা দেওয়ার নির্দেশ দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের চাহিদা ওয়েব অ্যাপ্লিকেশনে দাখিল ও এনসিটিবির ঊর্ধ্বতন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার অফিসে পাঠাতে জেলা, উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের বলা হয়েছে।

এনসিটিবি থেকে বিষয়টি জানিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে। বোর্ড জানিয়েছে, ইতোপূর্বে মাধ্যমিক পর্যায়ের পাঠ্যবইয়ের চাহিদা সংগ্রহ করা হলেও পাঠ্যবই সংশোধনের সিদ্ধান্ত আসায় আবার চাহিদা চাওয়া হয়েছে।

আরও পড়ুন

এনসিটিবি জানিয়েছে, ২০২৫ সালে নবম-দশম শ্রেণিতে জাতীয় শিক্ষাক্রম ২০১২–এর আলোকে প্রণীত শাখা ও গুচ্ছভিত্তিক সংশোধিত ও পরিমার্জিত বই বিতরণ করা হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এ দুই শ্রেণির শিক্ষার্থীদের বইয়ের চাহিদা সংগ্রহ করে এনসিটিবির ওয়েবসাইটের ওয়েব অ্যাপ্লিকেশনে ১০ সেপ্টেম্বর পর্যন্ত দাখিল করা যাবে। আর জেলা শিক্ষা অফিস থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত এবং আঞ্চলিক উপপরিচালকের কার্যালয় থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত একই ওয়েব অ্যাপ্লিকেশনে দাখিল করা যাবে।

আরও পড়ুন