বিএসএমএমইউর জুলাই সেশনের ভর্তি পরীক্ষা স্থগিত
করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) জুলাই সেশনের ভর্তি পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আজ রোববার (৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯ এপ্রিল অনুষ্ঠিতব্য এমফিল, এমএমইডি, ডিপ্লোমা ও এমপিএইচ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা এবং ১৭ এপ্রিল অনুষ্ঠিতব্য মাস্টার অব সাইন্স ইন নার্সিং (এমএসএন) প্রোগ্রামের ভর্তি পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়। শিগগিরই ভর্তি পরীক্ষাগুলোর পরিবর্তিত নতুন সময়সূচি বিজ্ঞপ্তির (সংক্ষিপ্ত সময়ের নোটিশ) মাধ্যমে জানানো হবে।