ক্রিকেট–হকি–আর্চারি–ফুটবলের প্রশিক্ষণ কোর্সে নারী খেলোয়াড় নেবে বিকেএসপি
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) সাধারণ শিক্ষার পাশাপাশি ক্রিকেট, ফুটবল, হকি, টেনিস, অ্যাথলেটিক, জিমনেস্টিকস, বক্সিংসহ ইত্যাদি বিষয়ে শট কোর্স এবং দীর্ঘমেয়াদি কোর্স ও প্রশিক্ষণ করায়। এখন বিকেএসপি প্রমীলা খেলোয়াড় বাছাই কার্যক্রমের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রশিক্ষণ কোর্সের মেয়াদ ২ বছর। ক্রিকেট, ফুটবল, হকি ও আর্চারিতে বাছাই করে ২০০ নারী খেলোয়াড় নেবে বিকেএসপি। বাছাই করা খেলোয়াড়দের প্রশিক্ষণ দেবে বিকেএসপি।
প্রমীলা খেলোয়াড়দের ২ বছর মেয়াদি প্রশিক্ষণ কোর্স ২০২০-২১ সেশনের। কোর্সের মেয়াদ ২৪ মাস। সব জেলা থেকেই আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থী বা তাঁদের অভিভাবককে অনলাইন ভর্তির ফরম পূরণ করে আবেদন করতে হবে। ৫ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত বাছাই চলবে।
ক্রিকেটে বয়স: ১২–১৪ ও ১৫–১৭ বছর
ফুটবলে বয়স: ১২-১৪ ও ১৫-১৭ বছর
হকিতে বয়স: ১৪-১৮ বছর
আর্চারিতে বয়স: ১৪-১৯ বছর।
বাছাইয়ের তারিখ ও স্থান
*চট্টগ্রাম বিভাগ: ৫.১২.২০২০, শনিবার বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, সাগরিকা রোড, পাহাড়তলি, চট্টগ্রাম।
*সিলেট বিভাগ: ৭.১২.২০২০, সোমবার, বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, কল্লগ্রাম, বাইপাস, খাদিমনগর, সিলেট।
*রংপুর বিভাগ: ১০.১২.২০২০, বৃহস্পতিবার, বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, বাঁশেরহাট, দিনাজপুর।
*রাজশাহী বিভাগ: ১২.১২.২০২০, শনিবার, মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম, জেলা ক্রীড়া সংস্থা, রাজশাহী।
*ময়মনসিংহ বিভাগ: ১৪.১২.২০২০, সোমবার, রফিক উদ্দিনțভূইয়া স্টেডিয়াম, ময়মনসিংহ।
*খুলনা বিভাগ: ১৭.১২.২০২০, বৃহস্পতিবার, বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, আফিলগেট, খুলনা।
*বরিশাল বিভাগ: ১৯.১২.২০২০, শনিবার, বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, গড়িয়ার পাড়, বরিশাল।
*ঢাকা বিভাগ: ২২.১২.২০২০, মঙ্গলবার, বিকেএসপি, জিরানী, আশুলিয়া, সাভার, ঢাকা।
ফরম পূরণের পদ্ধতি:
#আগ্রহী খেলোয়াড়রা বাছাইয়ের দিন পর্যন্ত নির্দেশিকা অনুসরণ করে অনলাইনে ফরম পূরণ করতে পারবেন।
#অনলাইনে নিবন্ধনȴফরম পূরণের আগে ফরম ফি বাবদ জনপ্রতি ১০০/-(এক শ) টাকা উত্তরাȑব্যাংক লিমিটেড, বিকেএসপি শাখা, হিসাবের নাম মহাপরিচালক, বিকেএসপি, সঞ্চয়ী হিসাব নং-৭৩৩–এ জমা/ যেকোনো ব্যাংক থেকে ডিডি/ পে-অর্ডার জমা দিয়ে জমা স্লিপ অনলাইন রেজিস্ট্রেশনের সময় আপলোড করতে হবে। বাছাইয়ের দিন জমা স্লিপ/ ডিডি/ পে–অর্ডারের মূল কপি নিবন্ধন ফরমের সঙ্গে জমা দিতে হবে।
#অনলাইনে নিবন্ধন করতে না পারলে উল্লিখিত দিনে ১০০/-(এক শ) টাকা জমা দিয়ে ২ কপি রঙিন ছবিসহ (পাসপোর্টŪসাইজ) ফরম পূরণ করে বাছাই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
#বাছাইয়ের দিন অংশগ্রহণকারীকে সকাল ৯টা থেকে বিকেল ৪টার মধ্যে খেলায়/ বাছাই পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় ĺপোশাক/ ক্রীড়াসামগ্রীসহ পূরণ করা ফরম ও জন্মনিবন্ধনের সত্যায়িত কপি নিয়ে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকতে হবে।
সুবিধা
বিকেএসপির খরচে আবাসন, আহার, পাঠদান, ক্রীড়াসামগ্রী ও দেশি-বিদেশি প্রশিক্ষকের অধীনে প্রশিক্ষণ গ্রহণের সুযোগসহ যোগ্যতা বিবেচনায় বিকেএসপিতে ভর্তির সুযোগ থাকবে।
একাডেমিক ব্যবস্থাপনা
# প্রশিক্ষণ ক্যাম্পে নির্বাচিত খেলোয়াড়দের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিŪবহাল রাখতে হবে।
# প্রশিক্ষণ চলাকালে স্ব–স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার সূচি অনুযায়ী প্রশিক্ষণার্থীদের ছুটি দেওয়া হবে।
# প্রশিক্ষণ চলাকালে অভিজ্ঞǷশিক্ষকমণ্ডলী দ্বারাʸসান্ধ্য পাঠদানের ব্যবস্থাƟরাখা হবে।
বি. দ্র
৩১ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত ফলাফল বিকেএসপির ওয়েবসাইটে প্রকাশ করা হবে। বিশেষ কারণে পরীক্ষার তারিখ ও সময় পরিবর্তনের ক্ষমতা বিকেএসপি কর্তৃপক্ষ সংরক্ষণ করে।