জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নীলদলের দাবি, নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি-পরীক্ষার

গুচ্ছ ভর্তিতে না গিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি-পরীক্ষার দাবি নীলদলেরপ্রধম আলো ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছে আওয়ামীপন্থী শিক্ষকেরা। এ বিষয়ে উপাচার্যকে চিঠি দেওয়া হয়েছে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীলদলের পক্ষ থেকে। গত তিনটি শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয় সমন্বিত (গুচ্ছ) ভর্তি পরীক্ষাপ্রক্রিয়ায় অংশ নেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

দাবিটি এমন সময় করা হচ্ছে, যখন চলতি শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি আবেদন ও পরীক্ষার তারিখ চূড়ান্ত করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তিপ্রক্রিয়া শুরু হয়ে গেছে।

গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাদেকা হালিমকে নীলদলের দেওয়া চিঠিতে বলা হয়েছে, শুচ্ছ পদ্ধতিতে ভর্তিপ্রক্রিয়ায় অংশ নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যথাসময়ে আসন পূর্ণ করে একাডেমিক সেশন শুরু না হওয়াসহ নানাবিধ সমস্যার পড়ছে। এতে বিশ্ববিদ্যালয়ের আকাঙ্ক্ষিত মান ক্রমাগত নিম্নগামী বলে শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বমহলে প্রতীয়মান হচ্ছে। শিক্ষক সমিতির দাবি অনুযায়ীও ভর্তিপদ্ধতিতে সীমাবদ্ধতাগুলো অদ্যাবধি নিরসন হয়নি।

আরও পড়ুন

সংগঠনটির সভাপতি নূরে আলম আবদুল্লাহ ও সাধারণ সম্পাদক মমিন উদ্দীন স্বাক্ষরিত চিঠিতে আরও বলা হয়, নীলদল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান সমুন্নত, সেশনজটমুক্ত উচ্চশিক্ষা নিশ্চিতকরণ ও স্বাতন্ত্র্য বজায় রেখে সঠিক সময়ে একাডেমিক সেশন শুরু করার প্রত্যয়ে চলতি ভর্তি পরীক্ষা সম্পন্নের জোর দাবি করে।
এর আগে নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নেওয়ার দাবি করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সমিতির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের সংবাদ সম্মেলনে স্বচ্ছ নীতিমালার মাধ্যমে ভর্তিপ্রক্রিয়ার ১০টি শর্তের কথা জানান শিক্ষকেরা। কিন্তু এর এক দিন পরই গুচ্ছ ভর্তির আবেদন ও পরীক্ষার তারিখ ঘোষণায় অসন্তুষ্ট শিক্ষক সমিতি। নেতারা সে সময় প্রথম আলোকে বলেছিলেন, কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী সংকট ও সমস্যাগুলোর সমাধান আসবে না।

আরও পড়ুন

গুচ্ছের ভর্তি পরীক্ষা শুরু ২৭ এপ্রিল

এদিকে আগামী ২৭ এপ্রিল এ ইউনিটের (বিজ্ঞান) মাধ্যমে গুচ্ছে শুরু হবে ভর্তি পরীক্ষা। এরপর ৪ মে বি ইউনিটের (মানবিক) এবং ১১ মে সি ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সব ইউনিটের ভর্তি পরীক্ষা দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

১২ ফেব্রুয়ারি দুপুর ১২টা ১ মিনিট থেকে ২৬ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আগের মতো আবেদন ফি দেড় হাজার টাকা ও বিশেষায়িত বিষয়গুলোর জন্য অতিরিক্ত ৫০০ টাকা আবেদন ফি গ্রহণ করা হবে।

আরও পড়ুন