বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের দুই শাখায় ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

ছবি: বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ওয়েবসাইট থেকে নেওয়া

রাজধানীর অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। এ জন্য ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২০২৫ শিক্ষাবর্ষে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে প্রভাতি ও দিবা শাখায় ছাত্রছাত্রী ভর্তি চলছে। ১২ থেকে ৩০ নভেম্বর সরকারি নির্দেশনা মোতাবেক আবেদন করতে পারবে আগ্রহী শিক্ষার্থীরা। লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি নেবে শিক্ষাপ্রতিষ্ঠানটি।

আরও পড়ুন

প্রভাতি শাখায় বাংলা মাধ্যমে (ছাত্রী) প্রাক্‌–প্রাথমিক/শিশু থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত ছাত্র ও ছাত্রী ভর্তি নেওয়া হবে। চতুর্থ থেকে নবম শ্রেণি পর্যন্ত শুধু ছাত্রী ভর্তি নেবে। প্রভাতি শাখায় ইংলিশ ভার্সনেও (ছাত্র-ছাত্রী) ভর্তি নেওয়া হবে। নার্সারি থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা ভর্তি হতে আবেদনের সুযোগ পাবে। দিবা শাখার বাংলা মাধ্যমে ছাত্র-ছাত্রী ভর্তি চলছে। চতুর্থ থেকে নবম শ্রেণি পর্যন্ত শুধু ছাত্র দিবা শাখায় ভর্তি হতে আবেদনের সুযোগ পাবে। লটারির ফলাফল আগামী ২১ ডিসেম্বর বেলা ১১টায় প্রকাশ করা হবে। বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে বলা হয়েছে, সব শ্রেণিতে আসন শূন্য থাকা সাপেক্ষে ভর্তিপ্রক্রিয়া চলবে। ভর্তির বিস্তারিত তথ্য https://www.bbnsc.edu.bd/ তে মিলবে।

আরও পড়ুন

আবেদনের প্রক্রিয়া কীভাবে

https://gsa.teletalk.com.bd লিংকের মাধ্যমে আবেদন ফরম পূরণ করা যাবে। টেলিটক প্রিপেইড মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে আবেদন ফি প্রদান করা যাবে।

আরও পড়ুন