১২টি ক্যাডেট কলেজে ৭ম শ্রেণিতে ভর্তির তথ্য-২

দেশে ১২টি ক্যাডেট কলেজ রয়েছে, যার মধ্যে মেয়েদের জন্য রয়েছে ৩টি কলেজছবি: ক্যাডেট কলেজসমূহের কেন্দ্রীয় ওয়েবসাইট থেকে পাওয়া

ক্যাডেট কলেজ কর্তৃপক্ষ সপ্তম শ্রেণিতে ক্যাডেট হিসেবে ২০২৪ সালের ভর্তি পরীক্ষায় যে সিলেবাস নির্ধারিত করেছিল, তা দেওয়া হলো।

বিষয় ও নম্বর

১. ইংরেজি ১০০

২. গণিত   ১০০

৩. বাংলা   ৬০

৪. বিজ্ঞান, ইতিহাস, সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি এবং সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা ৪০। সর্বমোট     ৩০০

আরও পড়ুন

English: Marks-100

# Grammar

1.Parts of Speech.

2. Synonyms & Antonyms.

3. Formation of Words.

4. Articles.

5.  Number.

6.  Gender.

7.  Sentences.

8. Tense.

9.  Right forms of Verbs.

10. Spellings.

11. Change of Sentences

(Assertive, Interrogative, Imperative, Exclamatory, Affirmative & Negative).

12. Matching (Words with their Meaning).

13.Rearrangement of Jumbled Words to make Sentences.

14.Punctuation Marks & Capital Letters.

15. Verbs (Finite, Non-finite and Modal).

16. Formal  and Informal Expressions.

# Guided Writing

1. Paragraph Writing.

2. Dialogue Writing.

3. Picture Description.

4. Letter/Application

5. Comprehension of Seen/Unseen Text.

6. Story Writing from given Outline.

7.Argumentative Writing.

আরও পড়ুন

গণিত: পূর্ণমান-১০০

১. সংখ্যাতত্ত্ব।

২. দ্বিমাত্রিক বস্তু।

৩. তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ।

৪.মৌলিক উৎপাদক।

৫.           দৈর্ঘ্য নির্ণয়।

৬.পূর্ণসংখ্যার জগৎ।

৭.ভগ্নাংশের ব্যবহার।

৮.অজানা রাশির জগৎ।

৯রল সমীকরণ।

১০.ত্রিমাত্রিক বস্তু।

১১.ঐকিক নিয়ম, শতকরা ও অনুপাত।

১২.সূত্র খুঁজি সূত্র বুঝি।

১৩. বুদ্ধিমত্তাবিষয়ক অঙ্ক।

বাংলা: পূর্ণমান-৬০

# ক. সাহিত্য অংশ:

১.            কবিতা, গান, গল্প, প্রবন্ধ, নাটক ও সাহিত্যের নানা রূপ-বৈশিষ্ট্য ও পার্থক্য নিরূপণ।

# খ. ব্যাকরণ অংশ:

১.ভাষা ও বাংলা ভাষা, প্রমিত ভাষা, স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি, উচ্চারণ, বানান।

২.ব্যাকরণিক শব্দশ্রেণি/শব্দের শ্রেণি।

৩. বচন।

৪.লিঙ্গ।

৫. যতিচিহ্ন।

৬.প্রতিশব্দ, বিপরীত শব্দ, এককথায় প্রকাশ।

৭.বাক্য প্রকরণ।

# গ. নির্মিতি অংশ:

১.অনুচ্ছেদ/প্রবন্ধ/গল্প/সংলাপ/রোজনামচা (দিনলিপি) লিখন: প্রায়োগিক লেখা, বিবরণমূলক লেখা, তথ্যমূলক লেখা, বিশ্লেষণমূলক লেখা, কল্পনানির্ভর লেখা।

২.ভাব সম্প্রসারণ।

৩. সারাংশ/সারমর্ম।

৪.পত্রলিখন/দরখাস্ত লিখন।

আরও পড়ুন

বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি এবং সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা: পূর্ণমান-৪০

১. বিজ্ঞান।

২.ইতিহাস ও সামাজিক বিজ্ঞান।

৩.ডিজিটাল প্রযুক্তি।

৪.বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস।

৫.বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও ক্যাডেট কলেজ।

৬.বাংলাদেশ ও বিশ্বের ভৌগোলিক বিষয়াবলি।

৭.বাংলাদেশ ও বিশ্বের সাম্প্রতিক ঘটনাবলি।

৮.খেলাধুলা।

৯.   বুদ্ধিমত্তা (আইকিউ)।

*লেখক: মো. আফলাতুন, সহযোগী অধ্যাপক, ফেনী সরকারি কলেজ, ফেনী