ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে ভর্তি পরীক্ষা ২২ মার্চ

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতকে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২২ মার্চ। বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইইউটিতে ভর্তি পরীক্ষা ২২ মার্চ অনুষ্ঠিত হবে। ভর্তিসংক্রান্ত বিস্তারিত শিগগিরই জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

আরও পড়ুন

২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গণিত-৩৫, পদার্থ-৩৫, রসায়ন-১৫ ও ইংরেজি-১৫ নম্বর। ভর্তি পরীক্ষার সময় দুই ঘণ্টা। সব প্রশ্ন হবে ইংরেজিতে। প্রতি প্রশ্নের মান ১। প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে।

আরও পড়ুন

২০২২-২৩ শিক্ষাবর্ষে যেসব প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়েছিল—

১. বিএসসি ইঞ্জিনিয়ারিং ও বিবিএ প্রোগ্রাম
২. বিএসসি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
৩. বিএসসি ইন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং
৪. বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং
৫. বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
৬. বিএসসি ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং
৭. বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং
৮. প্রযুক্তি ব্যবস্থাপনায় বিবিএ (টিএম)

আরও পড়ুন

আইইউটি বাংলাদেশের একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। ওআইসি পরিচালিত বিশ্ববিদ্যালয়টিতে বাংলাদেশ আর ওআইসিভুক্ত দেশগুলোর শিক্ষার্থীরা পড়াশোনার সুযোগ পান।

আরও পড়ুন