২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

বেসরকারি স্কুলে ভর্তি নীতিমালা সংশোধনে সভা আজ

ছবি: প্রথম আলো

দেশের সব বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির নীতিমালা সংশোধনের লক্ষ্যে সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব শেখ আবদুর রশীদ সভাপতিত্ব করবেন। সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক, রাজধানীর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষসহ ১৫ জন অংশ নেবেন। গতকাল বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নোটিশ থেকে এসব তথ্য জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের নোটিশে বলা হয়েছে, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নীতিমালা সংশোধনের লক্ষ্যে আজ বেলা সাড়ে তিনটায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে সভা হবে। এতে সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

মাউশির কর্মকর্তারা ছাড়াও সভায় ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ এবং সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষরা উপস্থিত থাকবেন।

আরও পড়ুন