ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের ২ ইউনিটের ফল প্রকাশ
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের কলা ও সামাজিক বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
আবেদনকারী শিক্ষার্থীরা নিজেদের রোল নম্বর সাত কলেজের ভর্তি–সংক্রান্ত ওয়েবসাইট থেকে দেখতে পারবেন।
আজ মঙ্গলবার (১৪ মে) সাত কলেজের ভর্তি–সংক্রান্ত ওয়েবসাইটে বলা হয়েছে, শিক্ষার্থীরা ওয়েবসাইটে লগইন করে অথবা প্রবেশপত্রের নির্দেশনা অনুযায়ী এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন। পাস করা শিক্ষার্থীরা ২৯ মে থেকে ২৩ জুন পর্যন্ত অনলাইনে বিস্তারিত ও বিষয় পছন্দক্রম ফরম পূরণ করতে পারবেন।
এর আগে ১০ মে সরকারি সাত কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের এবং ১১ মে ব্যবসায় শিক্ষা ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির তথ্য বলছে, এ বছর ব্যবসায় শিক্ষা ইউনিটের ৪ হাজার ৮৯২টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ১৬ হাজার ৯৫০টি। সে হিসাবে প্রতি আসনের জন্য লড়বেন প্রায় তিনজন ভর্তি–ইচ্ছুক।