ঢাকা বিশ্ববিদ্যালয়ে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা, পড়ানো হবে প্রোগ্রামিং–নেটওয়ার্কিং

ঢাকা বিশ্ববিদ্যালয়ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) বিভাগে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। ৩৬ ক্রেডিটের এক বছরের এ কোর্সে ৪০ জন শিক্ষার্থী মেধার ভিত্তিতে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। আগ্রহী প্রার্থীরা আগামী বছরের ১৮ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। ২২ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে লিখিত ভর্তি পরীক্ষা। ২৫ ফেব্রুয়ারিতে হবে ভাইভা। ফলাফল প্রকাশ করা হবে ২৭ ফেব্রুয়ারিতে। আবেদন ফরমের মূল্য ১ হাজার ৫০০ টাকা। প্রোগ্রামিং, ডিবিএমএস, নেটওয়ার্কিংসহ তথ্যপ্রযুক্তির নানা বিষয় পড়ানো হবে এ কোর্সে।

আরও পড়ুন

আবেদনের জন্য যোগ্যতা—

  • যেকোনো বিভাগ থেকে স্নাতক ডিগ্রি

  • আবেদনকারীর কমপক্ষে ২.৫০ সিজিপিএ থাকতে হবে

  • কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ পেলে আবেদন করা যাবে না।

আবেদনপদ্ধতিসহ অন্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

আরও পড়ুন