সরকারি সাত কলেজে আন্ডারগ্র্যাজুয়েটে ভর্তিতে আবেদন শুরু, ফি ৮০০ টাকা

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজকোলাজ: প্রথম আলো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজ ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট (স্নাতক) প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পরীক্ষা আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হবে। সব ইউনিটে ভর্তিতে অনলাইনে আবেদন আজ সোমবার (৬ জানুয়ারি) থেকে শুরু হয়েছে। ভর্তির জন্য আবেদন করা যাবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। আবেদন ফি ৮০০ টাকা।

আরও পড়ুন

আজ সোমবার (৬ জানুয়ারি) বিকেলে ভর্তি–সংশ্লিষ্ট ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকারি সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২৫ এপ্রিল, বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১৯ এপ্রিল এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা ১৮ এপ্রিল অনুষ্ঠিত হবে। সব ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার সাত কলেজে বিজ্ঞান অনুষদে মোট আসনসংখ্যা ৮ হাজার ৬২৭টি। এর মধ্যে কোটায় আসনসংখ্যা ৬১৮। এ ছাড়া কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে আসনসংখ্যা ১০ হাজার ১৯। কোটায় ভর্তি হতে পারবেন ৭৯৯জন শিক্ষার্থী এবং ব্যবসা শিক্ষা অনুষদে আসনসংখ্যা ৪ হাজার ৮৯২। এর মধ্যে কোটায় আসনসংখ্যা ৩৯০।

ভর্তিসংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও তথ্য- https://collegeadmission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।

আরও পড়ুন