বিইউপির পরীক্ষা দিয়ে শুরু হচ্ছে এ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা, আবেদন চলছে যেসব বিশ্ববিদ্যালয়ের

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ শুক্রবার (১৯ জানুয়ারি)। আগামীকাল শনিবারও (২০ জানুয়ারি) হবে ভর্তি পরীক্ষা। এ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে চলতি শিক্ষাবর্ষে উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিযুদ্ধ শুরু।

১৯ জানুয়ারি (শুক্রবার) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ১ ঘণ্টাব্যাপী আর্টস ও সোশ্যাল সায়েন্স অনুষদের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই দিনই বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরদিন ২০ জানুয়ারি প্রথম শিফটে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত সায়েন্স ও টেকনোলজি অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিন বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিজনেস স্টাডিজ অনুষদের দ্বিতীয় শিফটের ভর্তি পরীক্ষা হবে।

ভর্তি পরীক্ষার নম্বর
আবেদনকারী পরীক্ষার্থীদের ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে। এর মধ্যে ইংরেজি ৪০, সাধারণ জ্ঞান ৪০ ও বাংলা ২০ নম্বরের পরীক্ষা হবে।

এদিকে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবেদনপ্রক্রিয়া শেষ হয়েছে। মেডিকেলসহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের আবেদন চলছে। চলতি শিক্ষাবর্ষে বিইউপির ভর্তি পরীক্ষার পরে মেডিকেলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তারপর একে একে আর্মড ফোর্সেস ও আর্মি মেডিকেল কলেজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২২ ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবং ২৩ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা শুরু হবে। এরপর বুয়েট, চট্টগ্রাম, রাজশাহীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেবেন শিক্ষার্থীরা।

এবার গুচ্ছ প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে একমত হয়েছে ৩৫টি বিশ্ববিদ্যালয়। তিনটি গুচ্ছে পরীক্ষা হবে। ইতিমধ্যে প্রকৌশল গুচ্ছের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অন্য দুটি গুচ্ছের তারিখ শিগগিরই ঘোষণা করা হবে।

আরও পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা হবে বিভাগীয় শহরে। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ২৩ ফেব্রুয়ারি (শুক্রবার), বিজ্ঞান ইউনিটের ১ মার্চ (শুক্রবার), ব্যবসায় শিক্ষার ২৪ ফেব্রুয়ারি (শনিবার) ও চারুকলা ইউনিটের (সাধারণ জ্ঞান ও অঙ্কন) ৯ মার্চ (শনিবার) অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নেওয়া হবে।

বুয়েট
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তির আবেদন ২৫ জানুয়ারি শুরু হয়ে চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রাক্‌-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য আবেদনকারীদের নামের তালিকা প্রকাশ হবে ১৩ ফেব্রুয়ারি। প্রাক্‌-নির্বাচনী পরীক্ষা: ২৪ ফেব্রুয়ারি ২০২৪, শনিবার (শিফট ০১—‘ক’ ও ‘খ’ গ্রুপ, সকাল ১০টা থেকে বেলা ১১টা; শিফট ০২—‘ক’ ও ‘খ’ গ্রুপ: বেলা ৩টা থেকে বিকেল ৪টা)। প্রিলিমিনারিতে উত্তীর্ণদের নিয়ে বুয়েট ক্যাম্পাসে চূড়ান্ত পরীক্ষা হবে ৯ মার্চ। প্রতিটি ভুল উত্তরের জন্য ২৫ শতাংশ নম্বর কাটা হবে।

আরও পড়ুন

এমবিবিএস পরীক্ষা
২০২৩-২৪ শিক্ষাবর্ষে মেডিকেল কলেজগুলোয় এমবিবিএস ভর্তিতে আবেদন শেষ হবে ২৩ জানুয়ারি। ফি জমা দেওয়া যাবে ২৪ জানুয়ারি পর্যন্ত। ৫ ফেব্রুয়ারির মধ্যে প্রবেশপত্র বিতরণ করা হবে। ৮ ফেব্রুয়ারি আসনবণ্টন প্রকাশ করা হবে। ৯ ফেব্রুয়ারি নেওয়া হবে ভর্তি পরীক্ষা।

ডেন্টাল
সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজের ভর্তিতে অনলাইনে আবেদনের শেষ তারিখ ৩ ফেব্রুয়ারি (শনিবার) রাত ১১টা ৫৯ মিনিট। অনলাইনে আবদনের ফি জমাদানের শেষ তারিখ ৪ ফেব্রুয়ারি (রোববার) রাত ১১টা ৫৯ মিনিট। ভর্তি পরীক্ষা ৮ মার্চ (শুক্রবার) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের (বিএসএমআরএএইউ) ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চারটি প্রোগ্রামে ৩০ জন করে ছাত্রছাত্রী ভর্তি করা হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও জমাদান শেষ হবে আগামী ৭ ফেব্রুয়ারি (বুধবার) রাত ১২টায়। আগামী ৮ মার্চ (শুক্রবার) বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভর্তি পরীক্ষা ২ থেকে ১৬ মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে প্রাথমিক আবেদন শেষ হয়েছে। এইচএসসি/সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতি ইউনিটে সর্বোচ্চ ৭২ হাজার জনসহ কোটায় আবেদনকারীরা রাবি ক্যাম্পাসে ভর্তি পরীক্ষায় অংশ নেবেন। চূড়ান্ত আবেদনের সময়সীমা প্রথম দফা: ২৬ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত, দ্বিতীয় দফা: ১ ফেব্রুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি, তৃতীয় দফা: ৬ থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত এবং চতুর্থ দফা: ১০ ফেব্রুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। তিন ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা ৫, ৬ ও ৭ মার্চ হবে। রুটিন যথাসময়ে প্রকাশ করা হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা আগামী ২২ ফেব্রুয়ারি শুরু হবে। চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীরা ৩১ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

আরও পড়ুন

প্রকৌশল গুচ্ছ
প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষা ৩ মার্চ অনুষ্ঠিত হবে। আবেদন শুরু হবে ২৪ জানুয়ারি (বুধবার), সকাল ৯টা থেকে। আবেদন শেষ হবে ৭ ফেব্রুয়ারি (বুধবার), রাত ১১টা ৫৯ মিনিটে। পরীক্ষার ফল বা মেধাতালিকা প্রকাশ: ১৮ মার্চ (সোমবার), রাত ১০টা।

জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক (সম্মান) শ্রেণিতে পাঠদানকারী কলেজগুলোতে প্রথম বর্ষে ভর্তিতে আবেদন শুরু ২২ জানুয়ারি বিকেল ৪টা থেকে। চলবে ১১ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত।

আরও পড়ুন