ঢাকা বিশ্ববিদ্যালয়ে পোশাক ব্যবসায় পোস্ট-গ্র্যাজুয়েট, জিপিএ ২.৫০ হলে আবেদন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতায় পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন গার্মেন্ট বিজনেস (পোশাক ব্যবসায়) (PGD-GB) প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া শুরু করেছে।
দেশের ভবিষ্যৎ সম্ভাবনাময় রেডিমেড গার্মেন্টস শিল্প খাতের জন্য দক্ষ ব্যবস্থাপক তৈরির লক্ষ্যে এই প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে। প্রোগ্রামটি তিন মাস মেয়াদি তিনটি মডিউলে পরিচালিত হবে। ক্লাস পরিচালিত হবে উইকেন্ডে অথবা ইভিনিং-এ। শিক্ষার্থীদের কোনো টিউশন ফি দিতে হবে না; সফল প্রার্থীদের আর্থিক ভাতা দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামীকাল সোমবারের (১৬ সেপ্টেম্বর) মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের জন্য যোগ্যতা—
শিক্ষার যেকোনো ক্ষেত্র থেকে ৪.০-এর মধ্যে কমপক্ষে ২.৫০ সিজিপিএসহ একটি স্নাতক ডিগ্রি অথবা তার সমমান। ক্লাস বা ডিভিশন সিস্টেমের ক্ষেত্রে উল্লিখিত সিজিপিএর সমমান হতে হবে।
এসএসসি ও এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে জিপিএ-৫.০০-এর মধ্যে কমপক্ষে ৩.০০ থাকতে হবে। ক্লাস বা ডিভিশন সিস্টেমের ক্ষেত্রে উল্লিখিত সিজিপিএর সমমান থাকতে হবে।
অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে রেডিমেড গার্মেন্টস সেক্টরে অন্তত তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
অভিজ্ঞতাহীন প্রার্থীরা ফ্রেশার প্রার্থীর হিসেবে আবেদন করতে পারবেন।
আবেদন করার তারিখে প্রার্থীর বয়স ৪৮ বছরের বেশি হবে না।
ইতিপূর্বে যাঁরা SEIP-এর আওতায় কোনো প্রোগ্রামে তালিকাভুক্ত ছিলেন, তাঁরা আবেদন করতে পারবেন না।
আবেদনের প্রক্রিয়া—
যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা ১৬ সেপ্টেম্বর ২০২৪ তারিখের মধ্যে নির্ধারিত আবেদন ফরমে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের লিংক।
লিখিত ভর্তি পরীক্ষা: আগামী ২০ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় যাঁরা একটি ন্যূনতম কোয়ালিফায়িং মার্ক পাবেন, তাঁদের সাক্ষাৎকারের জন্য ঢাকা হবে।
আবেদনপদ্ধতিসহ অন্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।